বড় ডান্স ফ্লোরে চান্স পাওয়াই একমাত্র স্বপ্ন ঘুগনি বিক্রেতা সনতের। স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন ,কেউ পারে কেউ হাল ছেড়ে দেয়। এমনি এক স্বপ্ন পূরণ করতে নিজের জীবনে বড় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছে, নদিয়ার হরিণঘাটা ব্লকের মাহাতো পাড়ার ২৭ বছরের যুবক সনৎ সরকার। তার স্বপ্ন বড় শিল্পী হয়ে উঠবে সে, একদিন বড় মঞ্চে অনুষ্ঠান করবে।
advertisement
আরও পড়ুন – Weather Update: সামনেই বেড়াতে যাচ্ছেন ‘এই’ জেলায়, কুয়াশার চাদর মুড়ে জমিয়ে ঠান্ডা উপভোগ করুন
ছেলেবেলা থেকেই দারিদ্র্য সঙ্গী করে বড় হয়েছে, কোনওরকমে উচ্চমাধ্যমিক পাশ করেছে। টালির চালা, টিনের বেড়া তার মধ্যে বসবাস, পরিবারের সদস্য বলতে বাবা, মা, স্ত্রী ও এক সন্তান। তাঁদের মুখে দু- মুঠো অন্ন তুলে দিতে পাড়ায় পাড়ায় ঘুগনি বিক্রি করে কোনরকম দিন কাটায় সনৎ। তার ফাঁকে বাড়িতে নাচের অনুশীলন করে।
তার স্বপ্ন অনেক বড়ো শিল্পী হওয়ার, স্বামী- স্ত্রী দুজনেই বাড়িতে নাচ প্র্যাকটিশ করে। আর সেই নাচের ভিডিও স্যোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সেই সুবাদেই এলাকায় ছোট-বড় প্রোগ্রামে ডাক পায় কিন্তু তার স্বপ্ন একদিন বড় শিল্পী হয়ে উঠার। প্রতিষ্ঠিত বহু শিল্পী অনেক কষ্ট করে বড়ো হয়েছে, এখন দেখার হরিনঘাটার ঘুগনি বিক্রি করা সনৎ আদৌ কি পূরণ করতে পারবে তার এবং পরিবারের স্বপ্ন, তা সময়ই বলবে।
Mainak Debnath