তারকারা এই মিডিয়ামকে ইদানিং দারুণ পছন্দ করেন, তা ভালো ভাবেই বোঝা যায়। সেটা টেলিভিশন জগতের হোক কিংবা বলিউড, টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। অনেক সময়েই সেলিব্রিটিদের ভাইরাল ভিডিও নেট দুনিয়ায় দাপাতে আসে৷ ভাইরাল ভিডিও ইদানিং ভাইরাল রিল হিসেবে নতুন জনপ্রিয়তা লাভ করেছে৷ তবে রোজ টিভির মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাওয়া দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের এক নতুন অবতারের নাচে বুঁদ হয়েছে নেটিজেনরা৷
advertisement
আরও পড়ুন - Weather Update: বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি ঘূর্ণাবর্ত, ৪ রাজ্য থেকে ফিরে গেল মৌসুমী বায়ু
একসময়ের বড়পর্দা কাঁপানো অনেক অভিনেত্রীই এখন সিনেমার জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। সেই সমস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে বড় পর্দা থেকে সরে গেলেও তাঁর জনপ্রিয়তা এখনও তুঙ্গে৷ জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালকের ভূমিকা দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি সাফল্যের সঙ্গে সামলাচ্ছেন তিনি...
ভাইরাল রিল এখন সুপার ভাইরাল ভিডিও, দেখে নিন...
অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ারও করেছেন রচনা, টলিউডের পর ওড়িশা ও বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি, পাশাপাশি দক্ষিণেও তার সাফল্য দারুণ। দিদি নম্বর ওয়ান তাঁর সঞ্চালনায় জমজমাট।
আরও পড়ুন - Ayodhya Ram Mandir: দ্রুত তৈরি হচ্ছে অযোধ্যার রাম মন্দির, শেষ হলে কেমন দেখতে হবে মন্দির, রইল লেটেস্ট ফটো
আরও পড়ুন -
সম্প্রতি ফেসবুকের দিদি নাম্বার-Didi No 1 একটি পেজ থেকে এই রিল সামনে এসেছে৷ ভিডিওতে রচনা বন্দ্যোপাধ্যায়কে একটি সাদার ওপর ফ্লোরাল প্রিন্টের ক্রপ টপ এবং সাদা রঙের প্যান্ট পরে নৌকায় বিদেশি গানের সুরে কোমর দোলাতে দেখা গেছে৷
দিদি নম্বর ওয়ানে তাঁকে একেবারে ট্র্যাডিশানাল অবতারেই দেখে দর্শকরা অভ্যস্ত৷ সেখান থেকে এই ধরণের পোশাক তার সঙ্গে একেবারে ট্রেন্ডি ডান্স, ফলে রিল ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷