সেখানে দেখা যাচ্ছে করিনার কোলে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। ইউভানকে জড়িয়ে ধরে আদর করছেন করিনা। রাজ ও শুভশ্রীর ছেলে ইউভানকে বলা হয় বাংলার তৈমুর। ইউভান তার মিষ্টতায় ছাপিয়ে গিয়েছেন তৈমুরকেও। মিষ্টি ইউভানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতে না আসতেই ভাইরাল হয়। তাঁকে কখনও দেখা যায় বাবার সঙ্গে খেলতে, আবার কখনও মায়ের কোলে আদর খেতে ব্যস্ত ইউভান। এ হেন মিষ্টি ইউভানকে দেখা যাচ্ছে করিনার কোলে। জড়িয়ে ধরে আদর করছেন করিনা।
advertisement
কিন্তু ইউভান মুম্বই গেল কবে? করোনা পরিস্থিতিতে তো সে কোথাও যায়নি। তার মা শুভশ্রী সদ্য সেরে উঠেছেন করোনা থেকে। এই অবস্থায় করিনার কোলে তৈমুরকে দেখে সকলের মনেই প্রশ্ন জেগেছে। ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কিন্তু আসলে এই ছবি ফেক বা নকল। ছবিটিতে শুভশ্রীর মুখ ফটোশপে কেটে সরিয়ে করিনার মুখ বসানো হয়েছে। এমন নিখুঁত কাজ যে ছবি দেখে বোঝার উপায় নেই। এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে জিয়া ফ্যাশন হাব নামের একটি পেজ। কিন্তু এই ফেক ছবি দেখেই আনন্দের সীমা নেই নেটিজেনদের। তাঁরা মুহূর্তে ছবিটিকে ভাইরাল করেছেন। অনেকে বলেছেন করিনার কোলেও দারুণ আদুরে ইউভান।