আরও পড়ুন: তৃতীয় শ্রেণির ছাত্রীর সঙ্গে এ কী করলেন শিক্ষক! তালা পড়ল গেটে, তারপর যা ঘটল...
১৯৯৯ সালে আমিরের এই ছবিতে কাজ করেছিলেন সুমনা চক্রবর্তী। আমির খানের সঙ্গে মণীষা কৈরালা ছিলেন এই ছবিতে। সুমনা নিজেই শেয়ার করেছেন পুরনো ছবির ক্লিপিংটি। তিনি ক্যাপশনে লিখেছেন, 'যেহেতু সবাই জানতে চাইছিলেন, হুম এটা আমি।' আরেকটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্টে তিনি একটি মজার ছবি শেয়ার করে লিখেছেন, 'আরে আমি বাচ্চা ছিলাম'।
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক দৃশ্য, খালের জলে ভাসছে শয়ে শয়ে মরা কচ্ছপ!
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ১৯৯৯ সালে পরিচালিক ইন্দ্র কুমারের 'মন' মুক্তি পেয়েছিল। ছবিতে আমির খান ও মণীষা কৈরালা বাদেও রানি মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অনিল কাপুেরর ক্যামিও ছিল। দ্য কপিল শর্মা শো-তে কাজ করেই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন সুমনা চক্রবর্তী। তার আগে টেলিভিশনে ধারাবাহিকে কাজও করেছেন। মন বাদেও বরফি, কিক ও ফির সে ছবিতে কাজ করেছেন সুমনা।