তাহলে কি সত্যিই বিয়ে করলেন সলমান খান? বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর কি তবে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের বিয়ের পরই নিজের বিয়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললেন ভাইজান? সোশ্যাল মিডিয়ায় এমন ছবি ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের এমনই প্রশ্ন উঠে আসছে। কিন্তু আসলে এই ছবিটি সলমানের বিয়ের ছবি একেবারেই নয়। এটি একটি ভুয়ো ছবি। সলমান খান ও সোনাক্ষী সিনহার বিয়ে হয়নি, তাঁকা এখনও সিঙ্গল। এটি ফটোশপ করে তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: লন্ডনের রাস্তায় 'ঘনিষ্ঠ' হলেন পবনদীপ-অরুণিতা, মুহূর্তে ভাইরাল ভিডিও! দেখুন
২০১০ সালে সলমান খানের 'দবং' ছবিতেই বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষী সিনহা। সলমানের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে নায়িকার। তবে বিয়ে করার কোনও ঘটনা আসলে ঘটেনি তাঁদের মধ্যে। বলিউডে কান পাতলে শোনা যায়, ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন সলমান। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কোনওদিনই কিছু বলেননি সলমান বা ইউলিয়া।
আরও পড়ুন: দ্য আখতারস, বিয়ের পর প্রথম ফটোশ্যুটে ফারহান-শিবানি! দেখুন
২০১৬ সালে একবার গুঞ্জন শোনা গিয়েছিল, ইউলিয়ার সঙ্গে গোপনে বিয়ে করে ফেলেছেন সলমান খান। এক সাক্ষাৎকারে সেই সময় সলমান বলেছিলেন, 'এগুলো সব ভুয়ো খবর, আমি বিয়ে করলে এভাবে লুকিয়ে করব না। সবাইকে নিজেই সবার আগে জানাব বিয়ের কথা।' অন্যদিকে, সোনাক্ষী সিনহার সঙ্গে নোটবুক ছবির অভিনেতা জাহির ইকবালের প্রেমের গুঞ্জন শোনা যায় বলিউডে। যদিও তা নিয়ে এখনও মুখ খোলেননি সোনাক্ষী বা জাহির কেউই।