শুনতে পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি সাবার সঙ্গে সাত পাকে বাধা পড়তে চলেছেন ৷ আসলে হৃতিক রোশন ও সাবা আজাদ (Saba Azad) তাঁদের এই সম্পর্ক নিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন ৷ বিয়ের নানান পরিকল্পনা চলছে ৷ তবে এ নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত ৷ তবে বিভিন্ন সূত্রে জানতে পরা যাচ্ছে হৃতিক সাবাকে বিয়ে করার মুডে আছেন ৷ তবে ধীর গতিতে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান তিনি ৷
তাঁদের সম্পর্ক সংবাদ মাধ্যমের থেকে দূরে রাখতে চাইছেন হৃতিক রোশন (Hrithik Roshan) ৷ তবে ফারহান আখতার ও শিবানী আখতারের মতই ছোট করে অনুষ্ঠান হবে ৷ সম্প্রতি সাবা আজাদকে রোশন পরিবারের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে ৷ সাবা হৃতিকের পুরো পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন ৷ সেই সময়ের কিছু ছবি হৃতিকের কাকা রাজেশ রোশন তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ এই ছবিতে হৃতিক মন্তব্যও করেছেন ৷ হৃতিকের পরে সাবা আজাদও ছবিতে রিঅ্যাকশন দিয়েছেন ৷
সাবা মন্তব্য করেছেন বেস্টেস্ট সানডে অর্থাৎ অন্যতম সেরা রবিবার ৷ অন্যদিকে হৃতিককে তাঁর পরিবর্তী ছবি বিক্রম বেধাতে অভিনয় করতে দেখা যাবে ৷ কয়েক সপ্তাহ আগেই এই ছবিতে হৃতিকের কেমন লুক হবে তা দেখতে পাওয়া গিয়েছিল ৷ এই ছবিতে হৃতিক রোশনকে (Hrithik Roshan) দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখতে পাওয়া যাবে ৷ তবে সাবা আজাদের (Saba Azad) ওয়েব সিরিজ রকেট বয়েজ লঞ্চ হয়েছে ৷