TRENDING:

Viral News: বলিউডের মানবিক অভিনেতা সোনু সুদ, নিজের কনভয় থামিয়ে প্রাণ বাঁচালেন যুবকের

Last Updated:

বলিউডের (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood) এক যুবকের জীবন বাঁচালেন৷ তাঁকে নিয়ে ভাইরাল নিউজ (Viral News) ফের তৈরি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পঞ্জাব:  বলিউডের (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood)  এক যুবকের জীবন বাঁচালেন৷ এরইমধ্যে সেখান দিয়ে যাচ্ছিলেন বলিউড (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ৷ নিজের কনভয় থামিয়ে দেন বলিউডের এই অভিনেতা৷ তাঁর মানবিক মুখের জন্য তিনি করোনা কাল থেকেই বিখ্যাত হয়ে গেছেন৷ আর এদিন যা করলেন তাঁকে নিয়ে ভাইরাল নিউজ (Viral News) ফের তৈরি৷ গাড়িতে অ্যাক্সিডেন্টের পর ভিতরে আটকে ছিল যুবকের দেহটি৷  সেখান থেকে যুবকের দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চূড়ান্ত সময়ে নিয়ে না পৌঁছলে যুবকের দেহটি উদ্ধার করেন৷ সোনু সুদের কনভয় থামিয়ে দেহ উদ্ধার ভাইরাল ভিডিও (Viral Video)৷
 Viral News: Bollywood actor sonu sood saved life of young man in moga punjab after car accident, watch video- Photo Courtesy- Twitter
Viral News: Bollywood actor sonu sood saved life of young man in moga punjab after car accident, watch video- Photo Courtesy- Twitter
advertisement

এই দুর্ঘটনা গভীর রাতে হয়৷ দুর্ঘটনাটি পঞ্জাবের মোগা ভাতিন্ডা রোডে হয়েছে৷ এখানে দুটি গাড়িতে ধাক্কা লাগে৷ যার পরে দুটি গাড়িই খুবই খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ ধাক্কা লাগলে গাড়ি সেন্ট্রাল লক হয়ে যায়৷ এর কারণে গাড়ির ভিতরে দুই যুবক আটকে গিয়েছিলেন৷ এরইমধ্যে অন্য লেন দিয়ে যাচ্ছিল সোনু সুদের গাড়ি৷ অ্যাক্সিডেন্ট দেখেই নিজের কনভয় থামিয়ে দেন বলিউডের (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood)৷ তারপরেই তিনি কোনওরকমভাবে গাড়ির কাঁচ ভেঙে অন্য লকড গাড়ি থেকে আহত ব্যক্তিকে বার করেন৷ সোনু সুদ নিজে আহতকে নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন৷ ভাইরাল ভিডিও (Viral Video)  থেকে ভাইরাল নিউজ (Viral News) হয়ে যায় মুহূর্তে৷

advertisement

আরও পড়ুন - Beautiful Hair Tips: যে কোনও অনুষ্ঠানে মানানসই হয় ফুল জড়ানো খোঁপা, করিনা থেকে দীপিকা দিচ্ছেন টিপস

দেখুন সোনু সুদের  ভাইরাল ভিডিও (Viral Video)

সেন্ট্রাল লক আটকে যাওয়ায় গাড়ি থেকে বার হতে পারছিলেন না যুবক

সোনু সুদের বোন মালবিকা সুদ পঞ্জাব নির্বাচনে মোগা থেকে কংগ্রেসের প্রার্থী৷ সোনু সুদ নিজের বোনের জন্য প্রচার করতে যাচ্ছিলেন৷ মঙ্গলবার রাতে তিনি নির্বাচনের প্রচারের জন্য যাচ্ছিলেন৷ কনভয়ে সামিল যুবককে যদি না সাহায্য করতে পারত তাহলে ওই যুবককে প্রাণে বাঁচানো যেত না৷ অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গেই গাড়ি লক হয়ে যেত৷ যার ফলেই যুবকটি চেয়েও বেরোতে পারত না৷ চোটের কারণে কাউকে ডাকতেও  পারছিল না৷

advertisement

আরও পড়ুন - U19 WC: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে রবির উদয়, Ravi Kumar-র পরিবার উচ্ছ্বসিত, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

করোনার সময় থেকেই সামাজিক কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে সোনু সুদকে৷ ফের একবার বলিউডের সোনু সুদ  সেই মানবিক সোনু সুদ হয়ে উঠলেন৷ তার জন্যেই ফের একবার ভাইরাল নিউজ (Viral News) হলেন তিনি৷ তাঁর উদ্ধারের ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral News: বলিউডের মানবিক অভিনেতা সোনু সুদ, নিজের কনভয় থামিয়ে প্রাণ বাঁচালেন যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল