এই দুর্ঘটনা গভীর রাতে হয়৷ দুর্ঘটনাটি পঞ্জাবের মোগা ভাতিন্ডা রোডে হয়েছে৷ এখানে দুটি গাড়িতে ধাক্কা লাগে৷ যার পরে দুটি গাড়িই খুবই খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ ধাক্কা লাগলে গাড়ি সেন্ট্রাল লক হয়ে যায়৷ এর কারণে গাড়ির ভিতরে দুই যুবক আটকে গিয়েছিলেন৷ এরইমধ্যে অন্য লেন দিয়ে যাচ্ছিল সোনু সুদের গাড়ি৷ অ্যাক্সিডেন্ট দেখেই নিজের কনভয় থামিয়ে দেন বলিউডের (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood)৷ তারপরেই তিনি কোনওরকমভাবে গাড়ির কাঁচ ভেঙে অন্য লকড গাড়ি থেকে আহত ব্যক্তিকে বার করেন৷ সোনু সুদ নিজে আহতকে নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন৷ ভাইরাল ভিডিও (Viral Video) থেকে ভাইরাল নিউজ (Viral News) হয়ে যায় মুহূর্তে৷
advertisement
আরও পড়ুন - Beautiful Hair Tips: যে কোনও অনুষ্ঠানে মানানসই হয় ফুল জড়ানো খোঁপা, করিনা থেকে দীপিকা দিচ্ছেন টিপস
দেখুন সোনু সুদের ভাইরাল ভিডিও (Viral Video)
সেন্ট্রাল লক আটকে যাওয়ায় গাড়ি থেকে বার হতে পারছিলেন না যুবক
সোনু সুদের বোন মালবিকা সুদ পঞ্জাব নির্বাচনে মোগা থেকে কংগ্রেসের প্রার্থী৷ সোনু সুদ নিজের বোনের জন্য প্রচার করতে যাচ্ছিলেন৷ মঙ্গলবার রাতে তিনি নির্বাচনের প্রচারের জন্য যাচ্ছিলেন৷ কনভয়ে সামিল যুবককে যদি না সাহায্য করতে পারত তাহলে ওই যুবককে প্রাণে বাঁচানো যেত না৷ অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গেই গাড়ি লক হয়ে যেত৷ যার ফলেই যুবকটি চেয়েও বেরোতে পারত না৷ চোটের কারণে কাউকে ডাকতেও পারছিল না৷
আরও পড়ুন - U19 WC: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে রবির উদয়, Ravi Kumar-র পরিবার উচ্ছ্বসিত, দেখুন ভিডিও
করোনার সময় থেকেই সামাজিক কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে সোনু সুদকে৷ ফের একবার বলিউডের সোনু সুদ সেই মানবিক সোনু সুদ হয়ে উঠলেন৷ তার জন্যেই ফের একবার ভাইরাল নিউজ (Viral News) হলেন তিনি৷ তাঁর উদ্ধারের ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷