কয়েকদিন আগেই তাঁরা নিজেদের বিয়ে উপলক্ষ্যে একটি সেলফি কন্টেস্টের আয়োজন করেছেন। একটি নম্বর শেয়ার করেছেন। সেখানে ছবি তুলে পাঠাতে হবে। সেরা তিনজন পাবেন ভ্যালেনটাইনস ডে-তে অর্থাৎ তাঁদের বিয়ের দিন দেখা করার সুযোগ। এতো না হয় হল। কয়েক দিন আগেই বিয়ে হয়েছে নীল-তৃণা। সেই বিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। নীল-তৃণা কি পোশাক পরছেন, কি খাচ্ছেন, সব কিছুই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এমনকি বিয়ের আগেও নীল-তৃণার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। রীতিমতো ট্রেন্ডিং ছিলেন তাঁরা। এবার রুদ্রজিৎ ও প্রমিতার পালা। এই জুটির বিয়ে নিয়েও কয়েকদিন ধরেই সরগরম টলি পাড়া। রুদ্র ও প্রমিতা দু'জনেই ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। বিয়ের আগের দিন রুদ্রজিৎ একটি দারুণ নাচের ভিডিও শেয়ার করলেন ইনস্টাগ্রামে। খোলা মাঠে, পড়ন্ত সূর্যের আলো। ওয়েস্টার্ন পোশাক পরেছেন দু'জনেই। একে অপরের হাত হাত রেখে , 'সুরজ হুয়া মধ্যম' গানে নাচ করলেন। শাহরুখ-কাজল অভিনীত এই গানের হুবহু নকল তৈরি করলেন তাঁরা। তাঁদের ভালোবাসার এই নাচ দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। বিয়ের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।