নেহা কয়েক মাস আগেই বিয়ে করেছেন পাঞ্জাবি গায়ক রোহন প্রীত সিংকে। ভালোবাসার বিয়ে তাঁদের। কিন্তু বলিউডে কান পাতলেই নাকি শোনা যাচ্ছে নেহা এখন অন্য কারও প্রেমে মজেছেন। রোহন নয় নেহা ভালোবাসায় মজেছেন অভিনেতা জ্যাকি শ্রফের (jackie shroff) ! এসব কি জ্যাকির থেকে তো অনেকটাই ছোট তিনি ! তবে কি সত্যিই জ্যাকির প্রেমে পড়লেন নেহা? নাকি ফের গুজব রটাচ্ছেন।
বিষয়টার সত্যতা যাচাই করতে গিয়ে সামনে এল অন্য জিনিস। আসলে জ্যাকি শ্রফ অতিথি হয়ে এসেছিলেন Indian Idol 12-এর শোয়ে। আর সেখানেই নেহা বলেন তিনি জ্যাকির প্রেমে পাগল। এবং জ্যাকির সঙ্গে নাচ করতে চান। জ্যাকি শ্রফ ও ডিম্পল অভিনীত ছবি 'রাম লক্ষণ'-এর বিখ্যাত গান 'তেরা নাম লিয়া, তুঝে ইয়াদ কিয়া' গানে নাচ করলেন নেহা। একেবারে ডিম্পলের মতো করে অভিনয় করলেন মঞ্চে। সঙ্গ দিলেন জ্যাকি। নেহাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। নেহার মিষ্টতায় মুগ্ধ জ্যাকি। আসলে নেহা মানুষটাই ভীষণ মিষ্টি। আর তাই তো চোখের সামনে যেকোনও মানুষকে অসুবিধায় দেখলে ঝাপিয়ে পড়েন তিনি। টাকা পয়সা থেকে শুরু করে মানসিক জোর দিয়ে সাহায্য করেন মানুষকে। এ হেন নেহার প্রেমে কে না পড়বে ! তবে জ্যাকির প্রেমে নেহার পড়াটা একেবারে প্রিয় অভিনেতার প্রেমে পড়ার মতোই। নেহা জানান ছোটবেলা থেকেই তিনি জ্যাকির ভক্ত। তাঁর সঙ্গে এই নাচ সারাজীবন মনে থাকবে। জ্যাকিও জানান, নেহা খুব মিষ্টি মানুষ। তবে আর যাই হোক প্রেম করছেন না তাঁরা। সবটাই গুজব। কিন্তু জ্যাকি ও নেহার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।