News18 Showsha-র সঙ্গে বিশেষ আলাপচারিতায় বিক্রান্ত বলেছেন, ” ‘পোলারাইজড’ এমন একটি শব্দ, যা আমরা কথা বলা শুরু করার পর থেকেই সম্মুখীন হতে থেকেছি। আমরা স্বীকার করে নিচ্ছি যে, এটা কঠিন সময়। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াই নয়, ড্রয়িং রুমের আলাপ-আলোচনাও বেশ টক্সিক হয়ে উঠছে। একবারের জন্য আমরা আশা করি যে, এই ছবির মাধ্যমে ২০০২ সালে যা ঘটেছিল, তা তুলে ধরা হয়েছে। আমি মনে করি, আমাদের মধ্যে এখনও মানবতার কিছুটা হলেও বাকি আছে।”
advertisement
বিক্রান্ত আর্জি জানান, “এই ছবিটিকে একটা মর্মান্তিক ঘটনা হিসেবে দেখুন। যদিও এটা সমষ্টিগত গাফিলতি অথবা অবহেলারই ফল। যাঁরা আসলে আপনার এবং আমার মতো মানুষ ছিলেন, তাঁদের সম্মান করতে এটি ছিল একটা সম্মিলিত ব্যর্থতা।”
ছবিটিতে কেবল সত্যগুলিই তুলে ধরা হয়েছে, সেটা কীভাবে বিক্রান্ত নিশ্চিত করেছেন, এই প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, “আমি দেখিনি… অনেক কিছুই নজর রাখা হয়েছে। একজন অভিনেতা হিসাবে গবেষণা নিয়ে কাজ করার জন্য আপনার শক্তি ব্যয় করতে পারবেন না। আমি বলতে চাই যে, নিজেদের মতামত থাকা আবশ্যক। সেদিক থেকে আমাদের টিম সকলের কথাই শুনেছে। প্রত্যেককেই নিজস্ব মতামত রাখার সুযোগ দেওয়া হয়েছে।”
অভিনেতা আরও বলেন, “যখন সেই গবেষণার মালমশলা আমাদের দেওয়া হয়েছিল, তখন একজন দায়িত্বপ্রাপ্ত অভিনেতা হিসাবে আমাদের দায়িত্ব ছিল, ঘরে গিয়ে সঠিক উপায়ে ইন্টারনেট ব্যবহার করা। তাই আমরা সেটাই করেছি। কিন্তু সেটা গ্রিন রুমে নয়। এই দায়িত্ব নির্দিষ্ট মানুষের উপর দেওয়া হয়েছিল। তাঁরা নিজেদের কাজ করেছেন। যখন চিত্রনাট্য প্রস্তুত হয়েছে, তখন চিত্রনাট্য অনুযায়ী সত্য বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে।”
প্রসঙ্গত, ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ বিক্রান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলেছে ঋদ্ধি ডোগরা এবং রাশি খান্নার। এই ফিল্মটি একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের সহায়তা পেয়েছে। ধীরজ সরনার পরিচালনায় ‘দ্য সবরমতী রিপোর্ট’ মুক্তি পেয়েছে ১৫ নভেম্বর।
