একটি সংবাদমাধ্যমকে ভ্রুশালি জানিয়েছেন, 'গতকাল দুপুর থেকে কোমায় চলে গিয়েছেন উনি। কোনও স্পর্শ অনুভব করতে পারছেন না। ভেন্টিলেটরে তাঁকে রাখা হয়েছে। আজ সকালে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন কী করণীয়। তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে কি না, তা দেখা হবে।' গত ৫ নভেম্বর থেকে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন বিক্রম গোখলে।
advertisement
আরও পড়ুন: ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অধীনে মেগা রিক্রুটমেন্ট, এই সুযোগ ছাড়বেন না
হাসপাতালে ভর্তির পর থেকে যদিও সেই খবর প্রকাশ্যে আসেনি। পরিবারের তরফ থেকে এতদিন বিষয়টা লোকচক্ষুর অন্তরালেই রাখা হয়েছিল। বুধবার বিকেলের দিকে ANI-এর এক ট্যুইট থেকে জানা যায়, গুরুতর অসুস্থ তিনি। তারপরই রাতের দিকে ছড়িয়ে পড়ে মারা গিয়েছেন 'হাম দিল দে চুকে সনম'-এ ঐশ্বর্য রাই-এর বাবা হওয়া এই অভিনেতা।
আরও পড়ুন: নর্দান রেলওয়ের অধীনে একাধিক শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন
তবে বুধবার গভীর রাত ও বৃহস্পতিবার সকালেই সমস্ত খবর পরিষ্কার হয়েছে। বিক্রম গোখলে বেঁচে রয়েছেন। তবে তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। বুধবার রাতের দিকে তাঁর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উদ্বিঘ্ন হয়ে পড়ে বিনোদন জগতের অনেকেই। এমনকী টুইটারে শোকবার্তা দেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আলি গোনি, জাভেদ জাফরির মতো তারকারাও।