আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিংহ চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম।
আদালতে পুলিশ দাবি করেছিল, মত্ত অবস্থায় এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় ওই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, বিক্রম মত্ত অবস্থায় ছিলেন, এমন কোনও রিপোর্ট আদালতে পেশ করতে পারেনি পুলিশ। তা ছাড়া গাড়ির গতিবেগ কত ছিল, সে বিষয়েও কোনও রিপোর্ট জমা পড়েনি। তাই বিক্রমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
advertisement
বিচারক আগামী ৩ অক্টোবর সরকারি আইনজীবীকে আদালতে হাজির হয়ে এই বিষয়ে জানানোর নির্দেশ দিয়েছেন। দালত সূত্রে জানা গিয়েছে, সরকারি আইনজীবীর শুনানির পরেই বিক্রমের আবেদনের রায় দেওয়া হবে বলে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2018 8:18 AM IST