TRENDING:

একরাশ নস্টালজিয়া নিয়ে ফিরতে চলেছে 'ইচ্ছে নদী'? বিক্রমের উত্তর চমকে দেবে!

Last Updated:

২০১৫ সাল। স্টার জলসায় শুরু হয় ধারাবাহিক 'ইচ্ছে নদী'। কেন্দ্রীয় চরিত্রে বিক্রম এবং শোলাঙ্কি রায়। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বছর শেষ হতে চলল। নতুন অধ্যায় শুরুর আগে অনুরাগীদের সঙ্গে আড্ডায় মাতলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সৌজন্যে ইনস্টাগ্রাম। সম্প্রতি সেখানে একটি 'কিউ এন্ড এ' করলেন তিনি। অর্থাৎ প্রশ্নকর্তা অনুরাগীরা। উত্তরদাতা বিক্রম।
advertisement

'ইচ্ছে নদী ২.০' কি কখনও দেখতে পাব?' বিক্রমের কাছে প্রশ্ন রাখেন এক অনুরাগী। ২০১৫ সাল। স্টার জলসায় শুরু হয় ধারাবাহিক 'ইচ্ছে নদী'। কেন্দ্রীয় চরিত্রে বিক্রম এবং শোলাঙ্কি রায়। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল। ধারাবাহিকের গল্প ফুরিয়েছে বছর চারেক আগেই। তবু 'ইচ্ছে নদী'র চোরা স্রোতে এখনও ভেসে চলেছেন অনুরাগীরা।

advertisement

প্রশ্নের উত্তর দিয়েছেন বিক্রম। তিনি লিখেছেন, 'নিশ্চয়ই। কিন্তু হয়তো সেটার নাম হবে 'শহরের উষ্ণতম দিনে'।

আরও পড়ুন: অরিজিৎ সিং-এর শো হচ্ছে, একই তারিখে ইকোপার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায়

আরও পড়ুন: মালয়েশিয়াতে ইন্ডিয়ার হয়ে খেলে বেস্ট প্লেয়ার বর্ধমানের ছেলে

আরও পড়ুন: মালয়েশিয়াতে ইন্ডিয়ার হয়ে খেলে বেস্ট প্লেয়ার বর্ধমানের ছেলে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

'ইচ্ছে নদী'র নস্টালজিয়া ফেরাতে চলেছেন বিক্রম-শোলাঙ্কি। তবে ধারাবাহিকে নয়, বড় পর্দায়। ছবির নাম 'শহরের উষ্ণতম দিনে'। পরিচালক অরিত্র সেন। সম্প্রতি ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। আগামী বছর বড় পর্দায় ফের দু'জনের রসায়ন চাক্ষুষ করবে দর্শক।

বাংলা খবর/ খবর/বিনোদন/
একরাশ নস্টালজিয়া নিয়ে ফিরতে চলেছে 'ইচ্ছে নদী'? বিক্রমের উত্তর চমকে দেবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল