'ইচ্ছে নদী ২.০' কি কখনও দেখতে পাব?' বিক্রমের কাছে প্রশ্ন রাখেন এক অনুরাগী। ২০১৫ সাল। স্টার জলসায় শুরু হয় ধারাবাহিক 'ইচ্ছে নদী'। কেন্দ্রীয় চরিত্রে বিক্রম এবং শোলাঙ্কি রায়। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল। ধারাবাহিকের গল্প ফুরিয়েছে বছর চারেক আগেই। তবু 'ইচ্ছে নদী'র চোরা স্রোতে এখনও ভেসে চলেছেন অনুরাগীরা।
advertisement
প্রশ্নের উত্তর দিয়েছেন বিক্রম। তিনি লিখেছেন, 'নিশ্চয়ই। কিন্তু হয়তো সেটার নাম হবে 'শহরের উষ্ণতম দিনে'।
আরও পড়ুন: অরিজিৎ সিং-এর শো হচ্ছে, একই তারিখে ইকোপার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায়
আরও পড়ুন: মালয়েশিয়াতে ইন্ডিয়ার হয়ে খেলে বেস্ট প্লেয়ার বর্ধমানের ছেলে
আরও পড়ুন: মালয়েশিয়াতে ইন্ডিয়ার হয়ে খেলে বেস্ট প্লেয়ার বর্ধমানের ছেলে
'ইচ্ছে নদী'র নস্টালজিয়া ফেরাতে চলেছেন বিক্রম-শোলাঙ্কি। তবে ধারাবাহিকে নয়, বড় পর্দায়। ছবির নাম 'শহরের উষ্ণতম দিনে'। পরিচালক অরিত্র সেন। সম্প্রতি ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। আগামী বছর বড় পর্দায় ফের দু'জনের রসায়ন চাক্ষুষ করবে দর্শক।