দিন কয়েক আগেই বিমানবন্দরে দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। আবার তমন্নার জন্মদিনে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন বিজয়। নতুন বছরেও একসঙ্গে পা রেখেছেন দু'জনে। তাঁদের পার্টির একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানেই হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই তারকাকে। শুধু তাই নয়। সেই ভিডিওয় তাঁদের একে অপরকে চুমু খেতে দেখা গিয়েছে বলেও দাবি করছেন নেটিজেনরা।
advertisement
প্রেম নিয়ে যদিও এখনও কোনও মন্তব্য করেননি বিজয় বা তমন্না। তবে অনুরাগীদের চর্চার রসদ জোগাচ্ছে তাঁদের 'বন্ধুত্ব'।
আরও পড়ুন: 'মত্ত অবস্থায় পোস্ট করেননি তো?', প্রেমিকার সঙ্গে কী এমন ভিডিও দিয়ে বসলেন হানি
আরও পড়ুন: বছরের প্রথম দিনে প্রসেনজিতের পরিবারে নতুন সদস্য! খুদেকে ভালবাসায় ভরালেন নায়ক
তমন্নাকে শেষ দেখা গিয়েছিল 'বাবলি বাউন্সার'-এ। অন্য দিকে, 'ডার্লিংস'-এ হামজার চরিত্রে প্রশংসা পেয়েছেন বিজয়।