TRENDING:

Bollywood Gossip: চিত্রপরিচালকের জ্যোতিষীর পছন্দ হয়নি, ছবি থেকে বাদ পড়তে হয়েছিল 'গল্লি বয়' অভিনেতাকে

Last Updated:

Bollywood Gossip: বর্তমানে প্রায় প্রতিটি পরিচালকের প্রথম পছন্দের তালিকায় জায়গাও করে নিয়েছেন। অথচ একটা সময় ছিল, যখন তাঁকে ছবিতে নেওয়ার আগে জ্যোতিষীদের পরামর্শ নিতেন চিত্রপরিচালকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্ট ফিল্মের হাত ধরে ফিল্মি দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। একের পর এক হিট ছবির হাত ধরে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন। আসলে কথা হচ্ছে, বলিউডের একালের অন্যতম দক্ষ অভিনেতা বিজয় বর্মার বিষয়ে। বারবার তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। অথচ তাঁর অভিনয় জীবনের সূচনাটা এতটা মসৃণ ছিল না।
advertisement

‘শোর’ থেকে যাত্রা শুরু করে ‘গল্লি বয়’, ‘ডার্লিংস’ এবং ‘জানে জান’-এর মতো ছবিতে বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছেন বিজয় বর্মা। বর্তমানে প্রায় প্রতিটি পরিচালকের প্রথম পছন্দের তালিকায় জায়গাও করে নিয়েছেন। অথচ একটা সময় ছিল, যখন তাঁকে ছবিতে নেওয়ার আগে জ্যোতিষীদের পরামর্শ নিতেন চিত্রপরিচালকেরা। এহেন জল্পনা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি! কারণ নিজেই এ কথা জানিয়েছেন অভিনেতা।

advertisement

আরও পড়ুন-    বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

News18 Showsha-র সঙ্গে একটা আলাপচারিতায় অভিনেতা বলেন যে, একবার একটি প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন। কারণ তাঁর ছবি জ্যোতিষীর পছন্দ হয়নি। বিজয়ের কথায়, “একবার আমি জানতে পেরেছিলাম যে, কোনও চরিত্রের জন্য আমায় বাছা হয়েছে। তো তাঁরা আমায় কিছু ছবিও পাঠাতে বলেন। যদিও তাঁদের নাম এখন আর আমি প্রকাশ করব না। ছবি পাঠানোর পরেই আমি ছবি থেকে বাদ দেওয়া হয়। আমার বিশ্বাস ওই জ্যোতিষীর আমার ছবি পছন্দ হয়নি। তাই তিনি আমাকে কাস্ট করার বিষয়টাকে অনুমতি দেননি। আসলে আমার উপর বিশ্বাস রাখতে পারেননি ওই জ্যোতিষী।”

advertisement

আরও পড়ুন-     সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ের কথা আজও ভোলেননি বিজয়। এমনকী কঠিন লড়াইয়ের সময় হাল ছেড়ে দেননি তিনি। এর জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। এই প্রসঙ্গে বিজয় বলেন, “এটা এমন কিছু, যেটা আমি করতে পারিনি। আমি কখনওই আশা কিংবা হাল ছাড়িনি। আসলে আমরা যখন পড়াশোনা করছিলাম, তখন এটাই নাসির সাহাব (নাসিরুদ্দিন শাহ) আমাদের বলেছিলেন। তাঁর বক্তব্য, ‘তুমি যদি অভিনেতা হতে চাও, সেই সঙ্গে আবার প্ল্যান বি-ও রাখো, তাহলে সেই প্ল্যান বি-কেই বেছে নেবে। কারণ অভিনেতা হতে চাইলে কিন্তু প্রচুর কঠিন সময় পার করতে হবে। যা তোমার জন্য সহজ হবে না।’ এই কথা শুনে আমি আমার একমাত্র পথের দিকে মনোনিবেশ করেই প্রস্তুতি নিয়েছি। সেই সঙ্গে আমার সময় কখন আসবে, তার জন্য অপেক্ষাও করেছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও সেসব তো অতীতের ঘটনা! তবে আজ তিনি যে জায়গায় রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সকলের ভালবাসা পেয়ে আপ্লুত বিজয় বর্মা। এই কথা জানিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করলেন সাঁইত্রিশ বছর বয়সী অভিনেতা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: চিত্রপরিচালকের জ্যোতিষীর পছন্দ হয়নি, ছবি থেকে বাদ পড়তে হয়েছিল 'গল্লি বয়' অভিনেতাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল