৩১ জুলাইবড় পর্দায় মুক্তি পাবে তাঁর ছবি ‘কিংডম’। স্পাই থ্রিলারে দেখতে পাওয়া যাবে তাঁকে। কিন্তু দুঃখের বিষয় কোনও প্রচারেই আপাতত দেখা যাবে না তাঁকে। কিন্তু স্বাস্থ্যে অবনতির জন্যই এই সিদ্ধান্ত। হাসপাতালে নায়কের সঙ্গে তাঁর পরিবারও রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হলে দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
advertisement
তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র কথা মনে আছে নিশ্চয়? এই ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দেন বিজয় দেবেরাকোন্ডা দক্ষিণের এই সিনেমা এতটাই হিট হয় যে তার রিমেক বানায় বলিউড, ‘কবীর সিং’ (Kabir Singh)। নাম ভূমিকায় অভিনয় করেন শাহিদ কাপুর। তবে তেলেগু ছাপিয়ে হিন্দি ছবির দর্শকদের মনেও স্থায়ী জায়গা করে নেন বিজয়। দক্ষিণের নায়কদের মধ্যে প্রথম সারিতেই থাকে বিজয়ের নাম। সুদর্শন তো বটেই, তাঁর ফিগারও অনুরাগীদের মনে হিল্লোল তোলে। আপাতত অভিনেতার সুস্থতা কামনা করছেন গোটা ইন্ডাস্ট্রি।
