ভুল ভুলাইয়ার ৩-র শ্যুটের মাঝে খানিক অবসর। কাজের ফাঁকেই সহকর্মী রাজেশ শর্মার সঙ্গে বসে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ কবিতা বললেন। এক গাল হাসি নিয়ে হল ‘সৎ পাত্র’ চর্চা। দুই বন্ধুর যুগলবন্দিতে আরও একবার প্রাণ পেল বাঙালির নস্টালজিয়া। বিদ্যা জানান, রাজেশের থেকে তিনি এই কবিতা শিখেছিলেন সাত বছর আগে অন্য এক ছবির সেটে। সেই স্মৃতিতে ধুলো পড়েছে কি না, তা-ই যেন বাজিয়ে দেখে নিলেন দুই বন্ধু। এক লাইন রাজেশ বললে পরের লাইন ধরে নিচ্ছেন বিদ্যা। আবার অভিনেত্রী কোথাও আটকে গেলে তাঁকে কবিতা মনে করিয়ে দিচ্ছেন তাঁর সহ-অভিনেতা। এভাবেই গোটা ‘সৎ পাত্র’ শুনিয়ে অনুরাগীদের মনে আরও একটু নিজের রাজত্ব বিস্তার করে নিলেন বলিউডের ‘সুলু’।
advertisement
প্রসঙ্গত, বড় পর্দায় বিদ্যার প্রথম কাজ বাংলা ছবিতেই। নাম ‘ভাল থেকো’। তার পর বহু বছর কেটেছে। কর্মসূত্রে কলকাতায় আনাগোনা হলেও আর কখনও বাংলা ছবিতে কাজ করা হয়নি তাঁর। তবে বাংলার প্রতি ভালবাসা যেন আজও অমলিন। সময়ের ধুলো জমেনি সেখানে। তা-ই যেন আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী