১ জানুয়ারি বিদ্যা বালনের জন্মদিন৷ শ্যুটিংয়ের ব্যস্ততায় বহুদিন স্বামীর সঙ্গে কোথাও ঘুরতেও যেতে পারেননি তিনি ৷ তাই প্ল্যান ছিল নতুন বছর ও জন্মদিন সেলিব্রেট করতে উড়ে যাবেন বিদেশে ৷ সেই প্ল্যান মতো বিমানেও উঠেছিলেন তিনি ৷ কিন্তু হঠাৎই পিঠে ব্যথা ৷ উড়ান থামিয়ে প্যারমেডিক্যাল টিম ডেকেও পাঠানো হয় বিদ্যাকে দেখতে৷ তারপর, পিঠের ব্যথায় কাত হয়ে আবুধাবির বিমান বন্দর থেকেই সটাং মুম্বই ফিরলেন বিদ্যা ও সিদ্বার্থ ৷ চটজলদি ভর্তিও হলেন, মুম্বইয়ের হাসপাতালে ৷ আপাতত, কিছুদিন বিদ্যা থাকবেন চিকিৎসকের কড়া নজরে ৷ নববর্ষ উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু নতুন পরিস্থিতিতে সে সব কর্মসূচিই বাতিল করা হয়েছে।
advertisement
Location :
First Published :
December 31, 2015 11:01 AM IST