TRENDING:

বিদ্যার কিডনিতে স্টোন ! হাসপাতালে অভিনেত্রী

Last Updated:

প্ল্যান ছিল স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিদেশে গিয়ে নতুন বছর ও জন্মদিন কাটাবেন বিদ্যা ৷ কিন্তু বাদ সাধল পিঠের যন্ত্রণা ! তড়িঘড়ি আবুধাবি বিমান বন্দর থেকে ফিরে এলেন মুম্বই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্ল্যান ছিল স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিদেশে গিয়ে নতুন বছর ও জন্মদিন কাটাবেন বিদ্যা ৷ কিন্তু বাদ সাধল পিঠের যন্ত্রণা ! তড়িঘড়ি আবুধাবি বিমান বন্দর থেকে ফিরে এলেন মুম্বই ৷ বিদ্যা বালন এখন ভর্তি আছেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ৷ চিকিৎসকের কথায়, কিডনি স্টোনই বিদ্যার পিঠে ব্যথার কারণ !
advertisement

১ জানুয়ারি বিদ্যা বালনের জন্মদিন৷ শ্যুটিংয়ের ব্যস্ততায় বহুদিন স্বামীর সঙ্গে কোথাও ঘুরতেও যেতে পারেননি তিনি ৷ তাই প্ল্যান ছিল নতুন বছর ও জন্মদিন সেলিব্রেট করতে উড়ে যাবেন বিদেশে ৷ সেই প্ল্যান মতো বিমানেও উঠেছিলেন তিনি ৷ কিন্তু হঠাৎই পিঠে ব্যথা ৷ উড়ান থামিয়ে প্যারমেডিক্যাল টিম ডেকেও পাঠানো হয় বিদ্যাকে দেখতে৷ তারপর, পিঠের ব্যথায় কাত হয়ে আবুধাবির বিমান বন্দর থেকেই সটাং মুম্বই ফিরলেন বিদ্যা ও সিদ্বার্থ ৷ চটজলদি ভর্তিও হলেন, মুম্বইয়ের হাসপাতালে ৷ আপাতত, কিছুদিন বিদ্যা থাকবেন চিকিৎসকের কড়া নজরে ৷ নববর্ষ উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু নতুন পরিস্থিতিতে সে সব কর্মসূচিই বাতিল করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিদ্যার কিডনিতে স্টোন ! হাসপাতালে অভিনেত্রী