ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ এবং ফোর্ট উইলিয়ামে ঢুঁ মেরে শহরে শীতের আমেজ নিয়ে গেলেন ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি। নিজেই এক গুচ্ছ ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সঙ্গে দিলেন একটি ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে, নিজের গাড়ি থেকে একটি ভিডিও করেছেন রাস্তার। তাঁর ক্যামেরাবন্দি হল একটি হলুদ ট্যাক্সি, যা কলকাতা শহরের অন্যতম পরিচয়।
এছাড়া ফোর্ট উইলিয়াম থেকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্যামের জীবনের গুরুত্বপূর্ণ এক স্থান। আমরা এখানে শ্যুটও করেছিলাম। সেখানে ফিরে এসে ভাল লাগছে। কত ইতিহাস…কত গল্প।’
আরও পড়ুন: আমূল বদলাবে আবহাওয়া! ফের ঝড়বৃষ্টির আশঙ্কা বাংলায়, কবে থেকে জানুন, শীতের আরও দেরি?
এরপরই তিনি পৌঁছে যান ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ। যেখানে গাড়ির সানরুফে দাঁড়িয়ে প্রথমে ভক্তদের সামনে দেখা দেন। তারপর কলেজের ভিতর সকলের সঙ্গে বাক্যালাপ করেন ভিকি। ছবি নিয়ে কথা বলার পাশাপাশি বাংলায় কথা বলারও চেষ্টা করেন তিনি। অল্প একটু সাহায্য মিলতেই ভিকি বলে ওঠেন, ‘‘আমি তোমাদের সকলকে ভালবাসি। ’’
ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন স্যাম মানেক শ’। তাঁর জীবনীচিত্রে অভিনয় করছেন ভিকি। এছাড়াও নীরজ কবি, শাকিব আয়ুব, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্র প্রমুখ এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা দেবেন। ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মেঘনা গুলজার পরিচালিত ছবিটি।