সম্প্রতি মনে করা হচ্ছে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি৷ সোশ্যাল মিডিয়ায় হলিডে-র ছবিও ভাইরাল হয়েছে৷ এক ভক্তের পাশে হাসিমুখে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন তারকা জুটি৷ একেবারে নো মেক আপ লুকে, চোখে সানগ্লাস পরে দেখা গিয়েছে ক্যাটকে৷ চেক শার্ট, সানগ্লাস, গাল ভর্তি দাঁড়িতে নজর কেড়েছেন ভিকি কৌশল৷ কয়েকদিন আগে মুম্বই শহরের কোলাহল ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাঁদের দেখা গিয়েছিল। যদিও তাঁরা কোথায় যাচ্ছেন তা জানা যায়নি। ভাইরাল হওয়া ছবিটি ক্যাটরিনা কাইফের ইনস্টাগ্রাম ফ্যান পেজে শেয়ার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন-‘আমি রাঘবকে বিয়ে করিনি’, এ কী ফাঁস করলেন পরিণীতি! মুখ খুলতেই তোলপাড় নেটদুনিয়া
আরও পড়ুন- ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! খবর পেয়েই তড়িঘড়ি বাঁকুড়ায় ছুটে এলেন সায়ন্তিকা
বলিউডের পাওয়ার কাপল ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ ২০২১ সালে রাজস্থানে রাজকীয় বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল৷ মাত্র বছর দেড়েক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিপাড়ার জনপ্রিয় জুটি৷ সূত্র বলছে, বর্তমানে বলিউডের পাওয়ার কাপল ভিকি ও ক্যাটরিনা দীর্ঘ সময় বাদে চুটিয়ে ছুটি উপভোগ করছেন, কারণ বিগত কয়েকমাস ধরে তাঁরা তাঁদের ব্যস্ত কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন। কাজ থেকে বিরতি মিলতেই একান্তে ছুটি কাটাচ্ছেন ভিকি ও ক্যাট৷ ভিকিকে ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবিতে সারার বিপরীতে দেখা গেছে৷ এছাড়াও মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’ ছবিতে দেখা যাবে ভিকিকে৷ অন্যদিকে বেশ কয়েকটি ছবি রয়েছে ক্যাটের ঝুলিতে৷ আর কয়েক মাস পরই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’৷ টাইগার ফ্রাঞ্চাইজির এই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷