আরও পড়ুন : দীপাবলিতে হবু শাশুড়ির কাছ থেকে কী উপহার পেলেন ক্যাটরিনা?
সর্বভারতীয় সংবাদমাধ্যম এই প্রসঙ্গে উদ্ধৃত করেছেন বরুণ সিংকে৷ বরুণ একটি রিয়েল এস্টেট পোর্টালের কর্ণধার৷ তিনি জানিয়েছেন, ‘‘জুহুর বিলাসবহুল রাজমহল আবাসনে একটি অ্যাপার্টমেন্ট আগামী ৫ বছরের জন্য ভাড়া নিয়েছেন ভিকি৷ চলতি বছরের জুলাইয়ে এই বহুতলের আট তলায় ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি৷ সিকিওরিটি ডিপোজিট হিসেবে ভিকি প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছেন বলে শোনা যাচ্ছে৷ প্রথম ৩ বছরের জন্য প্রতি মাসে তাঁদের অ্যাপার্টমেন্টের ভাড়া ৮ লক্ষ টাকা ৷ তার পরের ১২ মাসের জন্য ভাড়া বেড়ে প্রতি মাসে হবে ৮ লক্ষ ৪০ হাজার টাকা৷ তার পরবর্তী ১২ মাসের জন্য প্রতি মাসে ভিকি দেবেন ৮ লক্ষ ৮২ হাজার টাকা৷’’
advertisement
আরও পড়ুন : পঞ্চপ্রদীপে নিষ্ঠাপূর্ণ আরতির পাশাপাশি ফুলডোরে বাঁধা ঝুলনায় দীপাবলি নিক-প্রিয়াঙ্কার
এও শোনা যাচ্ছে, বিয়ের আগে সব রকমের কাজ থেকে দীর্ঘ বিরতি নেবেন ক্যাটরিনা কাইফ৷ এই মুহূর্তে তিনি অক্ষয় কুমার এবং রোহিত শেট্টীর সঙ্গে ‘সূর্যবংশী’-র প্রচারে ব্যস্ত৷
আরও পড়ুন : পরিবারের সদস্যরা পাশে থাকলেও এ বারের দীপাবলি অমিতাভের কাছে সম্পূর্ণ অন্যরকমের
অন্যদিকে ভিকি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ‘সর্দার উধম’-এর সাফল্য৷ মেঘনা গুলজার পরিচালিত স্যাম মানেকশ’র বায়োপিকেও অভিনয় করবেন ভিকি৷ ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধে মানেকশ’-ই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান৷ তাঁর ভূমিকায় ভিকিকে দেখার জন্য প্রতীক্ষায় অনুরাগীরা৷