দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কুলজিৎ৷ দীর্ঘ অসুস্থতার পর হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রয়াত প্রযোজকের ম্যানেজার জানিয়েছেন, কুলজিৎ পাল হৃদরোগে আক্রান্ত হয়েই চলে গেছেন৷ বেশ অনেকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷
আরও পড়ুন-‘আমি রাঘবকে বিয়ে করিনি’, এ কী ফাঁস করলেন পরিণীতি! মুখ খুলতেই তোলপাড় নেটদুনিয়া
advertisement
আরও পড়ুন- ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! খবর পেয়েই তড়িঘড়ি বাঁকুড়ায় ছুটে এলেন সায়ন্তিকা
বলিউডের এই প্রযোজক কুলজিৎই প্রথম যিনি অভিনেত্রী রেখার মতো প্রতিভাকে চিহ্নিত করেছিলেন৷ তিনিই প্রথম রেখাকে হিন্দি ছবিতে ব্রেক দিয়েছিলেন৷ যদিও ছবিটি কিছু কারণে স্থগিত রাখা হয়েছিল৷ কুলজিৎ পাল পরমাত্মা, দো শিকারী, আর্থ, আজ, আশিয়ানার মতো ছবি প্রযোজনা করেছিলেন৷ পরিচালক মহেশ ভাটের ঘনিষ্ঠ ছিলেন কুলজিৎ৷ মহেশ ভাট কুলজিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ ২৫ জুন, সান্তাক্রুজ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে কুলজিতের৷ ২৯ জুন, সন্ধ্যাবেলায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে৷