TRENDING:

Bhupinder Singh Death: সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং

Last Updated:

Bhupinder Singh Death: সোমবার জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপিন্দর সিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের সঙ্গীত দুনিয়ায় নক্ষত্রপতন। লতা মঙ্গেশকার, কেকে-র মতো নক্ষত্রের প্রয়াণে শোকে মূহ্যমান ছিলই সঙ্গীত জগৎ। এবার শোক কয়েকগুণ বাড়িয়ে সোমাবার সন্ধায় প্রয়াত হলেন প্রয়াত খ্যাতনামা গায়ক ভূপিন্দর সিং (Bhupinder Singh Death)। গজল শিল্পী হিসেবে তাঁর ভূবন ভোলানো কণ্ঠ মনে থেকে যাবে আসমুদ্র হিমাচলের।
প্রয়াত ভূপিন্দর সিং
প্রয়াত ভূপিন্দর সিং
advertisement

সোমবার জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপিন্দর সিং। তাঁর স্ত্রী তথা জনপ্রিয় গায়িকা মিতালি সিং জানিয়েছেন, ''নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ভূপিন্দর সিং। বেশ কিছুদিন ধরে মূলনালীর সমস্যাও দেখা দিয়েছিল তাঁর।'' ৮২ বছর বয়সী গজল শিল্পীর শেষকৃত্য মঙ্গলবার সম্পন্ন হবে বলে জানিয়েছেন মিতালি।

আরও পড়ুন: সেতু থেকে নর্মদায় পড়ল বাস, মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

advertisement

ক্রিটিকেয়ার হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভূপিন্দর। করোনা টেস্ট করানো হয়েছিল প্রবীণ শিল্পীর। দিন পাঁচেক আগে সেই রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার কারণে বায়োপসি পর্যন্ত করা সম্ভব হয়নি ভূপিন্দর সিংয়ের। বলিউডের বহু ভূবন ভোলানো গানে গলা দিয়েছিলেন ভূপিন্দর। ‘দিল ঢুনঢতা হ্যায়’, ‘নাম গুম জায়েগা’, ‘এক আকেলা ইস শহর মে’, ‘বিতি না বিতাই ‘রয়না’-এর মতো জনপ্রিয় গান তাঁর কণ্ঠে আলাদা মাত্রা পেয়েছে।

advertisement

আরও পড়ুন: বীভৎস মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ হয়ে গেল শিমলা, ভয়াবহতার ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অমৃতসরে জন্ম। বাবার কাছেই গানের তালিম নেওয়া শুরু সেই ছোট বয়সে। অল ইন্ডিয়া রেডিও থেকে গানের জগতে যাত্রা শুরু। এরপর দিল্লি দূরদর্শন সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সেই ভূপিন্দর সিং অবশেষে চলে গেলেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhupinder Singh Death: সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল