সোমবার জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপিন্দর সিং। তাঁর স্ত্রী তথা জনপ্রিয় গায়িকা মিতালি সিং জানিয়েছেন, ''নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ভূপিন্দর সিং। বেশ কিছুদিন ধরে মূলনালীর সমস্যাও দেখা দিয়েছিল তাঁর।'' ৮২ বছর বয়সী গজল শিল্পীর শেষকৃত্য মঙ্গলবার সম্পন্ন হবে বলে জানিয়েছেন মিতালি।
আরও পড়ুন: সেতু থেকে নর্মদায় পড়ল বাস, মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
advertisement
ক্রিটিকেয়ার হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভূপিন্দর। করোনা টেস্ট করানো হয়েছিল প্রবীণ শিল্পীর। দিন পাঁচেক আগে সেই রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার কারণে বায়োপসি পর্যন্ত করা সম্ভব হয়নি ভূপিন্দর সিংয়ের। বলিউডের বহু ভূবন ভোলানো গানে গলা দিয়েছিলেন ভূপিন্দর। ‘দিল ঢুনঢতা হ্যায়’, ‘নাম গুম জায়েগা’, ‘এক আকেলা ইস শহর মে’, ‘বিতি না বিতাই ‘রয়না’-এর মতো জনপ্রিয় গান তাঁর কণ্ঠে আলাদা মাত্রা পেয়েছে।
আরও পড়ুন: বীভৎস মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ হয়ে গেল শিমলা, ভয়াবহতার ভাইরাল ভিডিও
অমৃতসরে জন্ম। বাবার কাছেই গানের তালিম নেওয়া শুরু সেই ছোট বয়সে। অল ইন্ডিয়া রেডিও থেকে গানের জগতে যাত্রা শুরু। এরপর দিল্লি দূরদর্শন সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সেই ভূপিন্দর সিং অবশেষে চলে গেলেন।