TRENDING:

Dharmendra: ৬৪ বছর ধরে তিনি ধর্মেন্দ্র! এবার সেই চেনা নাম বদলালেন অভিনেতা? নতুন নাম জানেন কি?

Last Updated:

ধর্মেন্দ্র নামেই তাঁর বিপুল পরিচিতি। সেই নামই এবার বদলে ফেলতে চলেছেন অভিনেতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ষাটের দশক থেকে বলিউডে রাজ করছেন তিনি। ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করার পর তিনি গোটা দেশের অগুনতি ভক্তকুলের প্রিয় নায়ক ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র নামেই তাঁর বিপুল পরিচিতি। তবে, সেই নামই বদলে ফেলতে চলেছেন অভিনেতা!
৬৪ বছর ধরে তিনি ধর্মেন্দ্র! এবার সেই চেনা নাম বদলালেন অভিনেতা? নতুন নাম জানেন কি?
৬৪ বছর ধরে তিনি ধর্মেন্দ্র! এবার সেই চেনা নাম বদলালেন অভিনেতা? নতুন নাম জানেন কি?
advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’। শাহিদ কাপুর এবং কৃতি স‍্যানন অভিনীত এই ছবিতে শাহিদের দাদুর ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্র। তবে এই ছবিতে চেনা ধর্মেন্দ্র একটু বদলেছেন অভিনেতা। তেমনটাই জানাচ্ছে একটি জনপ্রিয় সর্বভারতীয় সংবাদমাধ‍্যম।

আরও পড়ুন: পড়াশোনা ছেড়ে সেটে চা বানাতেন নায়ক, কেরিয়ারে ফ্লপ ছবির সংখ‍্যা ২৯! কে এই সুপারস্টার-পুত্র চিনতে পারছেন?

advertisement

জানা গিয়েছে, এতদিনের চেনা নাম ধর্মেন্দ্র নয়, এই ছবিতে নিজের সম্পূর্ণ নাম ব‍্যবহার করেছেন প্রবীণ অভিনেতা। বাবা-মায়ের দেওয়া পুরো নাম লিখেছেন অভিনেতা। নিজের নামের মধ‍্যম অংশ এবং পদবী ব‍্যবহার করেছেন অভিনেতা। এই ছবিতে ধর্মেন্দ্রর নাম ধর্মেন্দ্র সিং দেওল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাঞ্জাবে জন্ম সুপারস্টার ধর্মেন্দ্রর। কিশান সিং দেওল এবং সতওন্ত কৌরের পুত্র ধর্মেন্দ্র। বলিউডে পা রাখার পর ধর্মেন্দ্র পুরো নাম না লিখে শুধুমাত্র ধর্মেন্দ্র ব‍্যবহার করতেন। তবে, এবার নিজের পুরো নাম ব‍্যবহার করলেন। যদিও ধর্মেন্দ্রর দুই পুত্র সানি দেওল এবং ববি দেওল তাঁদের পদবী ব‍্যবহার করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dharmendra: ৬৪ বছর ধরে তিনি ধর্মেন্দ্র! এবার সেই চেনা নাম বদলালেন অভিনেতা? নতুন নাম জানেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল