সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’। শাহিদ কাপুর এবং কৃতি স্যানন অভিনীত এই ছবিতে শাহিদের দাদুর ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্র। তবে এই ছবিতে চেনা ধর্মেন্দ্র একটু বদলেছেন অভিনেতা। তেমনটাই জানাচ্ছে একটি জনপ্রিয় সর্বভারতীয় সংবাদমাধ্যম।
advertisement
জানা গিয়েছে, এতদিনের চেনা নাম ধর্মেন্দ্র নয়, এই ছবিতে নিজের সম্পূর্ণ নাম ব্যবহার করেছেন প্রবীণ অভিনেতা। বাবা-মায়ের দেওয়া পুরো নাম লিখেছেন অভিনেতা। নিজের নামের মধ্যম অংশ এবং পদবী ব্যবহার করেছেন অভিনেতা। এই ছবিতে ধর্মেন্দ্রর নাম ধর্মেন্দ্র সিং দেওল।
পাঞ্জাবে জন্ম সুপারস্টার ধর্মেন্দ্রর। কিশান সিং দেওল এবং সতওন্ত কৌরের পুত্র ধর্মেন্দ্র। বলিউডে পা রাখার পর ধর্মেন্দ্র পুরো নাম না লিখে শুধুমাত্র ধর্মেন্দ্র ব্যবহার করতেন। তবে, এবার নিজের পুরো নাম ব্যবহার করলেন। যদিও ধর্মেন্দ্রর দুই পুত্র সানি দেওল এবং ববি দেওল তাঁদের পদবী ব্যবহার করেছেন।