TRENDING:

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার সচিন-জিগর জুটির সচিন! 'সাংঘাতিক' অভিযোগ, বিপাকে সঙ্গীত পরিচালক

Last Updated:

তবে সচিনের আইনজীবী আদিত্য মিঠে এই ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্রেফতার সঙ্গীত পরিচালক জুটি সচিন-জিগরের সচিন সাংভী। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে।
News18
News18
advertisement

২৯ বছর বয়সী এক মহিলা সচিনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। স্ত্রী ২ ‘ এবং ‘ ভেড়িয়া ‘ ছবিতে কাজ করে বলিউড গায়ক এবং সঙ্গীত সুরকার সচিন সাংভী আরও বিপুল খ্যাতি অর্জন করেছেন। কিন্তু আচমকাই কাঠগড়ায় এই শিল্পী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে যৌন নির্যাতনের জন্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে সচিনের আইনজীবী আদিত্য মিঠে এই ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনও প্রমাণ নেই। আমার মক্কেলকে পুলিশ বেআইনি ভাবে আটক করেছিল। সেই জন্যই তাঁকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

মামলাটি থানায় দায়ের হওয়ার পরেই গ্রেফতার করা হয় সচিনকে। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে জামিন দেওয়া হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২৯ বছর বয়সি অভিযোগকারিণী মামলা দায়ের করা মাত্রই পুলিশ তৎপর হয়। প্রথমেই গ্রেফতার করে সচিনকে হেফাজতে নেওয়া হয়। পরে অবশ্য তাঁকে জামিন দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার সচিন-জিগর জুটির সচিন! 'সাংঘাতিক' অভিযোগ, বিপাকে সঙ্গীত পরিচালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল