পরিবারের তরফ থেকে বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে লেখা রয়েছে, শ্রীমতি সুলোচনা লাটকর দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শুধু তাই নয়, পরিবার সূত্রে আরও জানানো হযেছে, আগামীকাল অর্থাৎ সোমবার শিবাজি পার্ক অঞ্চলে শেষকৃত্য সম্পন্ন হবে কিংবদন্তীর।
আরও পড়ুন-আবারও বিয়ের পিঁড়িতে সুদীপ্তা, মাস ঘুরতে না ঘুরতেই দিলেন সুখবর, ভাইরাল ভিডিও
advertisement
আরও পড়ুন-প্রয়াত হলেন এই জনপ্রিয় অভিনেতা, মাত্র ৩৯ বছরেই সবটা শেষ…
একাধিক ছবিতে অমিতাভ বচ্চন ও দিলীপ কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুলোচনা। পর্দার মা-কে হারালেন অমিতাভ। প্রায় ২৫০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন সুলোচনা। ১৯৪০ সালে মারাঠি ছবি দিয়েই কেরিয়ার শুরু করেন সুলোচনা। অল্প সময়েই বলিউডে কেরিয়ার শুরু করেন নায়িকা। একাধিক বলিউড তারকা শাম্মি কাপুর, দিলীপ কাপুর, দেব আনন্দ, অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সুলোচনা। ফিল্ম ফেয়ার পুরস্কারও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। শেষবারের মতো সঞ্জয় লীলা বনশালির বাজিরাও মস্তানি ছবিতে দেখা গিয়েছে সুলোচনাকে। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বলি ইন্ডাস্ট্রি।