শোনা যাচ্ছে, ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি বিক্রম। চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে রয়েছেন অভিনেতা। তবে চিকিৎসায় নাকি আর সাড়া দিচ্ছেন না তিনি। বিক্রমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অভিনেতার অসুস্থতার বিষয়ে তাঁর পরিবারের তরফ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বলিউডে কয়েক দশক কাটিয়ে ফেলেছেন বিক্রম। অভিনয় করেছেন অসংখ্য সফল ছবিতে। সেই তালিকায় রয়েছে, 'হম দিল দে চুকে সনম', 'ভুল ভুলাইয়া', 'দিল সে', 'দে দানা দান', 'মিশন মঙ্গল' ইত্যাদি।
advertisement
আরও পড়ুন: রোগে ধুঁকছে শরীর, তাও নেচে সবাইকে খুশি করার চেষ্টা, ঐন্দ্রিলার ভিডিও পোস্ট দিদির
আরও পড়ুন: দেখা হবে আবার, বিয়ের রিসেপশনে ঐন্দ্রিলার সঙ্গে স্মৃতিটুকু তুলে ধরলেন হৃতজিৎ
ছবির পাশাপাশি মঞ্চে এবং ছোট পর্দাতেও বিক্রমের অবাধ বিচরণ। মরাঠি থিয়েটারে তাঁর অবদান মনে রাখআর মতো। ২০১১ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। ২০১৩ সালে মরাঠি ছবি 'অনুমতি'তে অভিনয়ের জন্য তাঁর ঝুলিতে আসে জাতীয় পুরস্কার।
আপাতত অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা।