TRENDING:

Victor Banerjee Hospitalised: গুরুতর অসুস্থ! হাসপাতালে ভর্তি ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আচমকা কী হল অভিনেতার?

Last Updated:

Victor Banerjee Hospitalised: গুরুতর অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হল অভিনেতাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গুরুতর অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হল অভিনেতাকে৷ আচমকা হলটা কী অভিনেতার, তা জানতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
হাসপাতালে ভর্তি ভিক্টর বন্দ্যোপাধ্যায়
হাসপাতালে ভর্তি ভিক্টর বন্দ্যোপাধ্যায়
advertisement

সূত্র থেকে জানা গেছে, মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা৷ তড়িঘড়ি করে তাঁকে দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপরই শুরু হয়েছে চিকিৎসা৷ এখন কেমন আছেন অভিনেতা৷

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

সূত্র থেকে আরও জানা গেছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছেন অভিনেতা৷ আগের থেকে অনেকটাই ভাল আছেন ভিক্টর, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর৷ অভিনেতার শারীরিক অসুস্থতার খবর শোনা মাত্রই চিন্তায় পড়েছেন ভক্তরা৷ এর আগেও ২০২২ সালে ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷

advertisement

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

তবে সেসময় তেমন কোনও জটিলতা ছিল না বলে জানিয়েছিল পরিবার৷ কিন্তু সেই এক বছরই ভিক্টর কোভিড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে৷ আপাতত সকল ভক্তরাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Victor Banerjee Hospitalised: গুরুতর অসুস্থ! হাসপাতালে ভর্তি ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আচমকা কী হল অভিনেতার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল