দাদা নীরজের অভিযোগ, রাহুল নাকি তাঁর বোনকে হুমকি দিতেন। রাহুল এবং তাঁর বাবা ইন্দৌরে প্লাইউডের ব্যবসা চালান। বৈশালী মুম্বই থেকে ইন্দৌরে নিজের বাড়ি ফেরার পর থেকেই তাঁদের সম্পর্ক তৈরি হয়। একসঙ্গে জিম করতেন তাঁরা।
আরও পড়ুন: সিরিয়ালের জনপ্রিয় মুখ বৈশালীর ঝুলন্ত দেহ উদ্ধার বন্ধ ঘর থেকে!
advertisement
নীরজের কথায়, "রাহুল মাঝেমধ্যেই আমার বোনকে হুমকি দিত। বলত, 'তোকে সংসার পাততে দেব না। বিয়ে হতে দেব না।' নিজের ডায়েরিত্ব বৈশালী নিজের সমস্ত সম্পর্ক নিয়েই লিখে রাখত। যে ছেলের সঙ্গে বৈশালীর বাগদান হয়েছিল, রাহুল তাকেও মেসেজ করত।"
তেজাজি নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সিরিয়ালের অভিনেত্রীর আত্মহত্যা, শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বোঝার উপায় নেই মনের অবস্থা!
বৈশালী গত বছর থেকে ইন্দৌরেই ছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকাহত গোটা টিভি ইন্ডাস্ট্রি।
'ইয়ে রিশতা কেয়া কেহতা হ্যায়'-তে সঞ্জনার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান বৈশালী। তা ছাড়া তিনি 'বিগ বস'-এও অংশ নিয়েছিলেন। 'সসুরাল সিমার কা', 'লাল ইশক' এবং' সুপার সিস্টার' ধারাবাহিকেও কাজ করেছিলেন অভিনেত্রী। সঞ্চালনা দিয়েই পেশাগত জীবন শুরু তাঁর।
