TRENDING:

Vaibhavi Upadhyay: সংসার সাজানো হল না আর! বৈভবীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর হবু স্বামী, কী লিখলেন

Last Updated:

Vaibhavi Uapdhyaya: বৈভবী আর নেই, তা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর হবু স্বামী জয় গান্ধি। ইনস্টাগ্রামে ভালবাসার মানুষকে খোলা চিঠি লিখলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নতুন সংসার সাজানোর স্বপ্ন দেখেছিলেন। শুরু হয়েছিল প্রস্তুতিও। কিন্তু সেই আখ্যানের শেষটা বিষাদে ভরা। গত ২৩ মে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। মাত্র ৩২-এই থামে তাঁর পথচলা। বৈভবী আর নেই, তা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর হবু স্বামী জয় গান্ধি। ইনস্টাগ্রামে ভালবাসার মানুষকে খোলা চিঠি লিখলেন তিনি।
advertisement

বৈভবীর সঙ্গে কাটানো একটি আনন্দের মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন জয়। দেখা যাচ্ছে, একে অপরের চোখের দিকে তাকিয়ে তাঁরা। সেই ছবি দিয়ে বৈভবীর উদ্দেশ্যে জয় লেখেন, ‘যতদিন না আবার আমাদের দেখা হচ্ছে… তোমার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলি সারা জীবন আমার মুখে হাসি ফোটাবে। যদি তোমাকে কিছু ক্ষণের জন্য ফিরে পেতাম, তা হলে তোমার সঙ্গে বসে গল্প করতাম। যেমন আগে করতাম আমরা। আমার জীবনে তুমি গুরুত্বপূর্ণ ছিল, থাকবে। তোমার অনুপস্থিতি আমাকে সারা জীবন কষ্ট দেবে। যত দিন না আমাদের দেখা হচ্ছে, তুমি আমার হৃদয়ে থাকবে।’

advertisement

আরও পড়ুন: গৃহবধূ হয়ে থাকতে চান দীপিকা! ছেড়ে দেবেন অভিনয়, ঘোষণা করে চমকে দিলেন নায়িকা, ভক্তদের মাথায় হাত!

আরও পড়ুন: ফাঁস হয়ে গেল উরফির ‘বেডরুম সিক্রেট’, শুনলে রাতের ঘুম উড়ে যাবে

‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর প্রযোজক জেডি মাথেজা জানিয়েছিলেন, বৈভবী যে গাড়িতে ছিলেন, সেটির গতিবেগ বেশি ছিল বলে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পরেই গাড়িটি খাদে পড়ে যায়। তবে এই তথ্যকে নাকচ করে দেন বৈভবীর ভাই। তিনি জানান, তাঁদের গাড়ি সঠিক গতিতেই যাচ্ছিল। একটি ট্রাক উল্টোদিক থেকে আসছিল। রাস্তা সরু ছিল বলে তাঁরা দাঁড়িয়ে গিয়ে জায়গা করে নেন। কিন্তু পাশ কাটানোর সময়ে ট্রাকটি ধাক্কা মারে বৈভবীদের গাড়িটিকে। খাদে পড়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ সৃত্রে খবর, গাড়ি থেকে বেরনোর চেষ্টা করেন বৈভবী। তখন মাথায় আঘাত পান তিনি। তড়িঘড়ি অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vaibhavi Upadhyay: সংসার সাজানো হল না আর! বৈভবীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর হবু স্বামী, কী লিখলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল