সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বানি বলেছেন, রণবীর ভীষণ ঠাণ্ডা এবং শান্ত। তিনি আরও বলেন, "তিনি আমার স্বপ্নের সহ-অভিনেতা। যে কোনও সহ-অভিনেতারই মতামত একই থাকবে নিশ্চয়ই। এছাড়াও অন্যদিকে তিনি প্রচণ্ড পরিমানে নম্র। স্ক্রিনে জ্বলজ্বল করেন এমন এক ব্যক্তি। রণবীরের মধ্যে নির্দিষ্ট এক চার্ম রয়েছে।" রণবীরের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা তা তিনি খুব গর্ব করেই বলেন।
advertisement
আরও পড়ুন: হাম্পটি শর্মা কি দুলহানিয়ার ৮ বছর! সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে আবেগে ভাসলেন বরুণ
সিনেমায় বানির চরিত্রের নাম হবে সোনা, এই চরিত্রটি তাঁর অন্য সব চরিত্র থেকে একেবারেই আলাদা। অনবদ্য ভাবে লেখা হয়েছে চরিত্রটি। সোনা চরিত্রটি সামশেরায় একটা নতুন শক্তি জুড়েছে। অভিনেত্রী জানিয়েছেন, "সিনেমাটি দেখলে বুঝবেন, প্রতিটি স্তরে স্তরে নতুন রহস্য খুঁজে পাবেন।"
প্রসঙ্গত রণবীর কাপুরকে প্রথমবার সঞ্জয় দত্তের সঙ্গে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। আগামী ২২ জুলাই সিনেমাটি হলে দেখা যাবে।
আরও পড়ুন: টলিপাড়ায় একের পর এক আত্মহত্যা, গুরুত্বপূর্ণ কারণ খুঁজে দিলেন অভিনেত্রী মনামী ঘোষ