TRENDING:

Ustad Rashid Khan Passes Away: ‘জানি না কান্না থামিয়ে কীভাবে গাইব...’ প্রিয় রাশিদ ‘কাকুর’ চলে যাওয়ায় শোকস্তব্ধ কৌশিকী

Last Updated:

প্রিয় ‘কাকু’র চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত শিল্পী কৌশিকী চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মঙ্গলবার দুপুরে প্রয়াত হয়েছেন ভারতীয় সঙ্গীতজগতের অন‍্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। মাত্র ৫৫ বছর সুরলোকে পাড়ি দিলেন শিল্পী। প্রিয় ‘কাকু’র চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত শিল্পী কৌশিকী চক্রবর্তী।

‘জানি না কান্না থামিয়ে কীভাবে গাইব...’ প্রিয় রাশিদ ‘কাকুর’ চলে যাওয়ায় শোকস্তব্ধ  কৌশিকী
‘জানি না কান্না থামিয়ে কীভাবে গাইব...’ প্রিয় রাশিদ ‘কাকুর’ চলে যাওয়ায় শোকস্তব্ধ কৌশিকী
advertisement

সোশ‍্যাল মিডিয়ার পাতায় কৌশিকী লেখেন, ‘‘আমার চিরন্তন হিরো। আমি সবসময় আপনার ভালবাসার সন্তান হয়ে থাকব। সারাজীবন আমাকে পথ দেখান। পৃথিবীটা বড্ড শূন‍্য আপনাকে আপনার গান ছাড়া। এ যে প্রচণ্ড যন্ত্রণার কাকু। জানি না কীভাবে চোখের জল থামিয়ে আবার গাইব। দয়া করে আমায় বলুন, আপনি যেখানেই আছেন আমায় শুনতে পাচ্ছেন। প্রণাম।’’

advertisement

আরও পড়ুন: জন্মদিন এলেই ভয় এবার করবে! তিন ভক্তের মর্মান্তিক পরিণতির পর কী বললেন কেজিএফ তারকা যশ

শিল্পী কৌশিকী চক্রবর্তী এবং তাঁর পরিবারে সঙ্গে বরাবরই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উস্তাদ রাশিদ খানের। কৌশিকী চক্রবর্তীর বাবা পণ্ডিত অজয় চক্রবর্তীও অত‍্যন্ত মর্মাহত হয়ে পড়েন এই খবরে। অনুজ রাশিদের কথা মনে করে তিনি বলেছিলেন, “রাশিদের সঙ্গে আমার সম্পর্ক কেমন, তা সকলেই জানেন। আমার নতুন করে বলার প্রয়োজন নেই। প্রায় বাবা-ছেলের মতোই সম্পর্ক ছিল আমাদের।”

advertisement

মঙ্গলবার বেলা ৩টে ৪৫ নাগাদ প্রয়াত হন উস্তাদ রাশিদ খান। বিগত বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রাশিদ খান। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি৷ মঙ্গলবার তাঁর অবস্থার আরও অবনতি হয়। তখনই তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে৷ অক্সিজেন সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। রাশিদ চলে গেলেন। রয়ে গেল তাঁর সৃষ্টি, সুর, কণ্ঠ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ustad Rashid Khan Passes Away: ‘জানি না কান্না থামিয়ে কীভাবে গাইব...’ প্রিয় রাশিদ ‘কাকুর’ চলে যাওয়ায় শোকস্তব্ধ কৌশিকী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল