KGF actor Yash: জন্মদিন এলেই ভয় এবার করবে! তিন ভক্তের মর্মান্তিক পরিণতির পর কী বললেন কেজিএফ তারকা যশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মৃত ওই তিন যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন তারকা।
কেজিএফ অভিনেতা যশের জন্মদিনে ঘটেছিল মর্মান্তিক ঘটনা। প্রিয় তারকার জন্মদিনে তাঁর ছবিরই ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুত্পৃষ্ঠ হয়ে মারা যায় তিন ভক্ত। এবার মৃত ওই তিন যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন তারকা।
কেজিএফ খ্যাত তারকা মৃত তিন যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর মিডিয়ার সঙ্গে কথা বলেন। ভক্তদের সঙ্গে হওয়া দুর্ভাগ্যজনক ঘটনায় মর্মাহত যশ। ভবিষ্যতে জন্মদিন পালন করতে তাঁর ভয় লাগবে বলে জানালেন অভিনেতা।
advertisement
advertisement
তিনি বলেন,‘‘যদি সত্যিই আমাকে আপনারা মন থেকে শুভেচ্ছা জানাতে চান, তাহলে যে কোনও স্থান থেকেই তা করতে পারবেন। সেটাই আমার জন্য সবচেয়ে ভাল হবে। এই মর্মান্তিক ঘটনা পর জন্মদিন এলেই আমার ভয় লাগবে। এই ভাবে ভালবাসা দেখাবেন না।’’
কন্নড় অভিনেতা এদিন ভক্তদের তাঁর জন্মদিনে ব্যানার লাগাতে বারণও করেন। সিনেমার অনুকরণে বাইকের পেছনে ধাওয়া করা বা মারাত্মক ভাবে সেলফি তোলার মত কাজ না করতেও অনুরোধ করলেন তিনি। ‘‘বাড়িতে তোমার জন্য তোমার মা বাবা অপেক্ষা করছে, মনে রেখো।’’ ভক্তদের কাছে অনুরোধ যশের। ‘‘যদি তুমি আমাকে ভালবাসে, তাহলে প্রথমে দায়িত্ববান হও’’, ভক্তদের উদ্দেশ্যে নির্দেশ যশের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2024 8:28 PM IST