আরও পড়ুন: বৃষ্টির তাণ্ডব সকাল থেকে! এই জেলায় ঘটল আবহাওয়ার বড় রদবদল, জানুন ওয়েদার আপডেট
Tagore and Ragas শিরোনামে এই অ্যালবামে থাকছে মোট পাঁচটি গান। প্রথম গান- দেশ রাগের আধারে ‘এসো শ্যামল সুন্দর’। এর পর একে একে প্রকাশ পাবে ভৈরবী রাগে ‘কাল রাতের বেলা গান এলো মোর মনে’, বেহাগে ‘মহারাজ এ কি সাজে’, কেদার রাগে ‘প্রভু আমার প্রিয় আমার’ এবং ছায়ানট রাগের আধারে ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’।
advertisement
রবীন্দ্রসঙ্গীত নিয়ে এর আগেও ভিন্নতর কাজ করেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইমতিয়াজ। কেন এই ভাবনা, এই প্রসঙ্গে শিল্পী বললেন, “রবীন্দ্রনাথের গানের পরিবেশনায় নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা অনেকেই করেছেন। এর সবগুলোই শেষপর্যন্ত রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠছে কি না এ নিয়ে আলোচনা, সমালোচনা, মতভেদও আছে। এসব ছাপিয়েও ভিন্নতর পরিবেশনের নানা প্রয়াস শ্রোতাদের মধ্যে কৌতূহল ও আগ্রহের সঞ্চার করেছে। ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথের গানের গায়কী, বাণীর ভাব ও সুরের শুদ্ধতা বজায় রেখে এই উপস্থাপনা শ্রোতার মনোযোগ পাবে বলেই মনে করছি।আর সেই শ্রোতাদের কথা মনে রেখেই এমন প্রচেষ্টা।”
বলাই বাহুল্য, গানগুলিতে রাগের বিস্তার উস্তাদ রাশিদ খানের গলায় অনন্য হয়ে ধরা দিয়েছে। সেই সঙ্গে ইমতিয়াজ আহমেদের কণ্ঠে এবং উচ্চারণে রাগের আধারে এই পাঁচটি রবীন্দ্রসঙ্গীত যথাযথ আবেগে মিশে গিয়েছে। গানগুলি প্রকাশ পাচ্ছে ইমতিয়াজ আহমেদের ইউটিউব চ্যানেল থেকে।