সেরকমই একজন প্রতীক মৈত্র ৷ ঊষসীর কথায় তাঁর ‘কিচেনতুতো ভাই’ ৷ যাদবপুরের পাশাপাশি প্রতীক কমিউনিটি কিচেন শুরু করেছেন ঝাড়গ্রামে ৷ নানা প্রতিকূলতার পরেও সেই কিচেন চলছে ৷ জানিয়েছেন ঊষসী ৷ তাঁর কথায়, ‘‘যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে যতটা পারি পাশে থেকেছি হয়তো, কিন্তু ক্যান্টিন আন্দোলন সম্পর্কে যারা এতটুকু অবহিত তারা সবাই জানেন যে প্রতীক আর ঝাড়গ্রাম শ্রমজীবী ক্যান্টিন প্রায় সমার্থক ।’’
advertisement
কিন্তু রেড ভলান্টিয়ার্সের সদস্য প্রতীক করোনা আক্রান্ত ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ঊষসী ৷ পাশাপাশি জুন আন্টি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রেডিয়ো সঞ্চালক অগ্নির দিকে ৷ দিন দুয়েক আগে রেডিয়ো জকি ফেসবুকে রেড ভলান্টিয়ার্সের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন ৷ উত্তরে ঊষসী লিখেছেন অগ্নি যেন তাঁকে ফোন বা ইনবক্স করেন ৷
জুন আন্টি যেখানেই যান, নেটিজেনদের গুঞ্জন শুরু হয়ে যায় ৷ এখানেও হয়েছে ৷ জুনের ‘কল মি’ মন্তব্য ঘিরে চটুল উত্তরও এসেছে একাধিক ৷ তবে বাকি নেটিজেনদের কাছে তাঁরা তিরস্কৃতও হয়েছেন ৷ এরকম একটি পোস্টের উত্তরে কী করে চটুল মন্তব্য করা যায়? ধিক্কার জাাননো হয়েছে ট্রোলারদের ৷