তাঁর কথায়, তিনি বলেছিলেন করোনার টিকা নেওয়া পর জ্বর এসেছে ৷ একে কি গুরুতর অসুস্থ বলে? প্রশ্ন ঊষসীর ৷ তিনি লিখেছেন, ‘আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ প্রচুর চেনা লোক চলে যাচ্ছেন ৷ অনেকেই গুরুতর অসুস্থ ৷ এই সময় বিভ্রান্তিমূলক, অকারণ ভুলভাল খবর ছড়াবেন না’৷
পর্দার বাইরেও ঊষসী সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় ৷ ভীতি কাটিয়ে ইঞ্জেকশন নেওয়া থেকে টিকাপরবর্তী অসুস্থতা সবই ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি ৷ মজা করে বলেছিলেন, টিকা নেওয়ার পর থেকে তাঁর খুব ডার্ক চকোলেট খেতে ইচ্ছে করছে ৷ কিন্তু অসুস্থতার খবর যে এইভাবে অতিরঞ্জিত হবে, তিনি ভাবতে পারেননি ৷
advertisement
দর্শকরা অপেক্ষা করে থাকেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে জুন আন্টিকে দেখার জন্য ৷ বাস্তবের ঊষসী ছোটবেলায় অপেক্ষা করে থাকতেন বর্ষাকালের ৷ কারণ তাঁর স্কুলে বিশেষ অনুষ্ঠান হত এই ঋতুতে ৷ এখন বর্ষা এলেই মনে পড়ে সে সব দিনের কথা ৷ কিছু দিন আগে বিশ্ব পরিবেশ দিবসে স্মৃতিমেদুর ঊষসী ফেসবুক লাইভে ফিরে গিয়েছিলেন স্কুলজীবনে ৷
নস্টালজিক অভিনেত্রী জানান, তিনি পড়তেন বেথুন স্কুলে ৷ ঐতিহ্যবাহী প্রাচীন এই স্কুলে প্রতি বছর পালিত হত বনমহোৎসব ৷ বৃক্ষরোপণের সেই পার্বণে অংশ নিতেন ছোট থেকে বড় সকল ছাত্রী ৷ পাশে থাকতেন শিক্ষিকারাও ৷ নিয়ম করে গাওয়া হত রবীন্দ্রসঙ্গীত ‘মরুবিজয়ের কেতন ওড়াও’ ৷ ফেসবুক লাইভে গানটি গেয়েও শোনান তিনি ৷ তবে জানান, তিনি স্কুলে গান করতেন না৷ বরং অংশ নিতেন আবৃত্তি অনুষ্ঠানে ৷ এ কথা শোনার পর অনেকেই তাঁর কাছে কবিতাপাঠের আর্জি জানান ৷ অনুরাগীদের তিনি আশ্বাস দিয়েছেন একদিন আবৃত্তি শোনাবেন ৷ নেটিজেনদের আরও আশ্বস্ত করেছেন নিজের সুস্থতার সংবাদে ৷ জানিয়েছেন আগের থেকে ভাল আছেন ৷ জ্বর আসেনি, তবে দুর্বলতা আছে৷