‘জওয়ান’-এর ‘চলেয়া’র সঙ্গে পা মেলালেন ঊষসী। আসমুদ্রহিমাচল যে প্রেমের গানে বুঁদ, তারই তালে নাচতে দেখা গেল অভিনেত্রীকে। অনুরাগীদের জন্য সেই ভিডিও পোস্ট করেন তিনি। সাদা-কালো শার্ট, রিপড জিনস, খোলা চুল, ঊষসী আরও একবার নজর কাড়লেন হালকা সাজে। শাহরুখের প্রতি তাঁর ভালবাসায় মুগ্ধ অনুরাগীরাও।
আরও পড়ুন: ‘নতুন অধ্যায় কি না…’, অবশেষে ইচ্ছাপূরণ ঊষসীর! আরও এক ধাপ এগিয়ে কোন পথে নায়িকা
আরও পড়ুন: আশিসকে বিয়ে করে তুমুল ট্রোল! সপাট জবাব অভিনেতার ২য় স্ত্রী রূপালির, কী বললেন
ইতিমধ্যেই দু’বার ‘জওয়ান’ দেখে ফেলেছেন ঊষসী। প্রথম বার সঙ্গী হয়েছিলেন বন্ধুরা। দ্বিতীয় বার অভিনেত্রীর মা-বাবা। নিউজ18 বাংলাকে তিনি বলেন, “শাহরুখের ফেরার অপেক্ষায় ছিলাম। অনুরাগী হিসেবে কতটা খুশি বলে বোঝানোর ভাষা নেই। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এ বার ডানকি’-র অপেক্ষায় রইলাম।”
সম্প্রতি ‘কুমুদিনী ভবন’-এ মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে ঊষসীকে। অনুশ্রী চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সিরিজটিও পেয়েছে সাফল্যের তকমা।