advertisement
শুধু দেশ নয় আমেরিকার মাটিতেও এই গান মানুষের মনে গেঁথে আছে। আর তাই তো অমেরিকার নেভির নাবিকরা এই গান গাইলেন একটি অনুষ্ঠানে। ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন তরণজিৎ সিং সাধু। তিনি জানিয়েছেন, US Chief of Naval Operations-এর একটি নৈশ ভোজে চারজন নাবিক এই গান গাইলেন। তাঁরা শুধু ভারতকে সম্মান করেছেন তাই নয়। এই গান বুঝিয়েছে একতা কাকে বলে। মানুষ গানে কোনও ভেদাভেদ করে না। গান দিয়েই বিশ্ব জয় করা যায়। আর তাই এ আর রহমানের এই গান জয় করে নিয়েছে সেখানকার মানুষের মনও।
তবে শাহরুখ খান এই ভিডিও দেখে আর চুপ থাকতে পারেননি। তিনিও ট্যুইট করে তরণজিৎ সিং সাধুকে ধন্যবাদ জানান। ইউএস নেভিকে ধন্যবাদ জানান। শাহরুখ লেখেন, " ধন্যবাদ স্যর এই ভিডিও শেয়ার করার জন্য।" তিনি নস্টালজিক হয়ে পড়ছেন সে কথাও লেখেন। আশুতোষ গোয়ারিকরকেও ধন্যবাদ জানান এই ছবি তৈরির জন্য। ভিডিওটি দেখা মাত্রই বহু মানুষ প্রশংসা করেছেন।