শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ খেলা হয়। আহমেদাবাদের সেই স্টেডিয়ামেই এই কাণ্ড ঘটেছে বলে দাবি করলেন ঊর্বশী।
রবিবার, উর্বশী তাঁর এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল) হ্যান্ডেলে একটি এফআইআর রিপোর্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ২৪ ক্যারেটের আসল সোনার ফোন হারিয়েছি, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করুন!’
advertisement
সদ্য যশ চোপড়ার বাড়ির পাশে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন অভিনেত্রী। সম্পত্তির মূল্য ১৯০ কোটি টাকা। মুম্বইয়ের কেন্দ্রে অবস্থিত এই দুর্দান্ত প্রাসাদে চারটি স্তর রয়েছে। রিপোর্ট অনুসারে, উর্বশীর বিলাসবহুল বাংলোতে একটি বাগান, জিম এবং দারুণ ইন্টিরিয়র ডিজাইন করা রয়েছে। দুই থেকে তিন মাস হয়ে গিয়েছে তিনি সেই বাড়িতে থাকছেন, অথচ সেই বাংলোটি নিয়ে খুব বেশি কথা বলছেন না সোশ্যাল মিডিয়ায়।