আরও পড়ুন: আমায় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে সন্দীপন, সোহিনীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে: সুস্মিতা
দিন কয়েকের মধ্যে আবার একটি ফেসবুক পোস্ট দিলেন সুস্মিতা। তিনি লেখেন, 'সত্যিটা তুলে আনার জন্য গত কয়েক দিন ধরে আমাকে যা সহ্য করতে হচ্ছে, তা আর নিতে পারছি না। তাই আমি আমার সব বিতর্কিত পোস্ট ডিলিট করছি। আমি সহজ জীবন যাপন করতে চাই। আর মানসিক অত্যাচার সহ্য করতে পারব না। মানসিক শান্তি চাই। যে বা যারা আমার সঙ্গে খারাপ করেছে, তাদের জন্য ভগবান রয়েছেন। কর্মফল ভুগবে তারা। আমি আর পিছনে ফিরে দেখতে চাই না। নিজের মতো করে সুস্মিতা পাল হয়ে জীবন যাপন করব।'
advertisement
হঠাৎ সব পোস্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন সুস্মিতা? গুঞ্জন বলছে, সোহিনী মানহানির মামলা করেছেন। তা কি সত্যি?
আরও পড়ুন: পুরুষ বন্ধুকে বাড়িতে ডাকা নিষিদ্ধ? সুস্মিতার 'কাণ্ড'-এ অবাক নন 'উড়ন তুবড়ি'
নিউজ18 বাংলার যোগাযোগ করল 'উড়ন তুবড়ি'-র নায়িকার সঙ্গে। সোহিনী বললেন, ''অকারণে প্রমাণ ছাড়া একের পর এক মিথ্যে কথা শুনতে হয়েছে আমায়। সহ্য করব না। তাই পদক্ষেপ করেছি। কিন্তু সেটি কী, তা নিয়ে আমি প্রকাশ্যে কিছু বলতে চাই না। আর সুস্মিতা কর্মফলের কথা বলছে তো? ঠিক বলেছে তো।'' ব্যঙ্গের হাসি দিয়ে সোহিনী বললেন, ''আমি কর্মফলে বিশ্বাসী। কর্মফলে ভুগতেই হবে। কিন্তু সেটা কে ভুগবে, তা না হয় না-ই বললাম। ওর এই বক্তব্যের পাশে আছি।''
এর আগেই নিউজ18 বাংলাকে 'উড়ন তুবড়ি' বলেছিলেন, ''সন্দীপন আমার খুব ভাল বন্ধু। শুধু আমি আর সন্দীপন না, আমাদের সঙ্গে আমার প্রেমিকও (জয়সূর্য গুপ্ত) সঙ্গে থাকে। আমরা তিন জনে নানা জায়গায় খেতে যাই, আড্ডা মারতে যাই। এমনকি সন্দীপন আমার বাড়িতেও এসেছে। বাকি বন্ধুদের মতোই। পুরুষ বন্ধুকে বাড়িতে ডাকা নিষিদ্ধ বুঝি? ছবিও দিই আমি। তা নিয়ে অনেক সমস্য়া করেছিল সুস্মিতা। সন্দীপনের কথায় তাই আমি ছবি মুছেও দিয়েছি।''