তবে সম্প্রতি উরফি যা করলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। উরফির পোশাক তো চর্চায় ছিলই। এবার নীল ছবির সঙ্গে নাম জড়ালো তাঁর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে নানা প্রশ্ন তুলছেন মানুষ। কাজ না পেয়ে কী শেষে নীল ছবির কাজ করতে শুরু করলেন নায়িকা? সত্যিটা কি?
ভিডিওতে দেখা যাচ্ছে একটি অফিসে গিয়েছেন উরফি(Urfi Javed's Viral Video)। নতুন কাজ নিয়ে কথা বলছেন। দু'জন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে তাঁর। বুক খোলা ব্রালেটের ওপর জ্যাকেট চাপিয়ে অফিসে গিয়েছেন নায়িকা। দেখা যায় এখানেই এক ব্যক্তিকে ডাকা হয়। বলা হয় সে নায়কের চরিত্রে কাজ করবে। হঠাৎ করেই সেই ব্যক্তির পোশাক খুলতে বলে পরিচালক। এবং ঘণিষ্ট অবস্থায় উরফির সঙ্গে অভিনয় করতে বলা হয়। আর এই সময়েই ঘরে ঢুকে আসে পুলিশ। হাতে নাতে ধরা পড়েন উরফি। পুলিশকে দেখেই রেগে যান নায়িকা।
advertisement
পুলিশ ওখানে থাকা সকলকেই লাঠি-পেটা করতে থাকে(Urfi Javed's Viral Video)। উরফি বোঝাতে চেষ্টা করেন এটা নীল ছবির শ্যুটিং নয়। ঠিক সে সময় পরিচালক বলেন, তাঁরা কিছু জানেন না। সবটাই নাকি উরফির প্ল্যান। এই কথা শুনে কী করবেন বুঝে পান না নায়িকা। কিন্তু তারপরেই সামনে আসে আসল সত্যি।
সকলে মিলে উরফিকে(Urfi Javed's Viral Video) নিয়ে একটি প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলেন। যেহেতু উরফির ভিডিও মানেই ভাইরাল। তাই এই প্ল্যান করেন সকলে মিলে। এমনকি পুলিশ থেকে অভিনেতা, প্রোডিউসার সব নকল। সাজানো। এর পর কিছুটা স্বস্তি মেলে উরফির। হেসে ফেলেন তিনি। ভিডিওর শেষে উরফি বলেন, 'এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল, আমার কেরিয়ার শেষ। কাল থেকে সব খবরে একটাই হেডলাইন, নীল ছবিতে উরফি। যাক বাবা এটা মজা করে বানানো হচ্ছিল। প্র্যাঙ্ক ভিডিও ছিল।" তবে এই ভিডিও দেখে নেটিজেনরা কিন্তু সমালোচনা করতে ছাড়েননি। অনেকেই লিখেছেন, নিজের আর কত পাবলিসিটি করবেন আপনি? এমনকি পোশাক নিয়েও কমেন্ট করেন অনেকেই। আপাতত এই ভিডিও ভাইরাল।