TRENDING:

Urfi Javed Trolled: পোশাক 'সস্তা'! রিহানার মেট গালা লুক ‘রিক্রিয়েট’ করে ফের ট্রোলড উরফি জাভেদ!

Last Updated:

Viral Video Of Urfi Javed: এটাই প্রথম নয়, উরফি এর আগে কেন্ডাল জেনার (Kendall Jenner) এবং বেলা হাদিদের (Bella Hadid) পোশাকও রিক্রিয়েট করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মডেল-অভিনেত্রী উরফি জাভেদের (Urfi Javed) নাম এখন প্রায়ই বিতর্কের কেন্দ্রে উঠে আসছে। বিশেষ করে বলিউড পরিচালক করণ জোহরের (Karan Johar) হোস্ট করা 'বিগ বস ওটিটি'-র (Bigg Boss OTT) প্ল্যাটফর্মে আসার পর থেকে উরফি আরও বেশি করে লাইমলাইটে এসেছেন (Urfi Javed Trolled) ৷
Photo: Instagram
Photo: Instagram
advertisement

এই অভিনেত্রী সর্বদাই তাঁর পোশাক, সাজগোজ নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। অতি সম্প্রতি উরফির নতুন লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। উরফি এবারে রিহানার (Rihanna) মেট গালা, ২০১৮-র লুক রিক্রিয়েট করেছেন। এতেই বেজায় চটেছেন এক শ্রেণির সোশ্যাল মিডিয়া ইউজার, তাঁরা উরফির পোশাকের জায়গায় রুপোলি ফয়েল ব্যবহার করা নিয়ে নানা মন্তব্য করছেন। কেউ কেউ আবার উরফিকে নিয়ে হাসি-ঠাট্টা করাও শুরু করে দিয়েছেন।

advertisement

আরও পড়ুন- ২৫ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে আয় হবে প্রায় ২ লাখ টাকা; এই ব্যবসা নিয়ে জেনে নিন এক ঝলকে

হাতে তৈরি করা নানা ধরনের রিসাইক্লিং পোশাক নিয়ে এর আগেও উরফি বহু বার ট্রোলড হয়েছেন। এটাই প্রথম নয়, উরফি কিন্তু কেন্ডাল জেনার (Kendall Jenner) এবং বেলা হাদিদের (Bella Hadid) পোশাকও রিক্রিয়েট করেছেন।

advertisement

উরফির সাম্প্রতিক ভিডিওটি ভাইরাল হয়েছে, যাতে তাঁকে একটি রুপোলি ফয়েল দিয়ে তৈরি ক্রাউন সহ একটি অফ শোল্ডার শর্ট পোশাকে দেখা যাচ্ছে। ২০১৮ মেট গালায় রিহানার মতোই উরফিও একটি বড় ক্রাউন এবং কাস্টম-মেড গাউন পড়েছিলেন।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা উরফির পোশাকটিকে 'সস্তা' বলে ট্রোল করা শুরু করেন। এক ইউজার লিখছেন, “এসব প্রচার করার দরকার কি? যতই হোক আপনাকে ক্রিয়েটার বলা যাবে না”। অন্য একজন লিখেছেন, “হে ভগবান! ইনি তো সিলভার ফয়েলের ব্যবহারই বদলে দিয়েছেন।’’ তৃতীয় এক ইউজার মজা করে লিখেছেন, "Swiggy, Zomato থেকে এই রকম ফয়েল প্যাকেটে খাবার দেয়"।

আরও পড়ুন- ৯টা-৫টার চাকরি ছেড়ে শুরু করলেন ব্যবসা, বছরে মহিলার আয় ৬৮ লাখ টাকা ! জেনে নিন বিশদে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উরফি এর আগেও কেন্ডাল জেনার দ্বারা অনুপ্রাণিত একটি পোশাক পরার জন্য সমালোচিত হয়েছেন। জাভেদ অবশ্য বরাবরের মতোই চাঁচাছোলা ভাষায় এই ট্রোলিংয়ের প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি বলছেন “আমি এই প্রসঙ্গে সত্যি কথাই বলছি- আমি কখনই এই সব মন্তব্যকে পরোয়া করি না। কিছু বোকা মানুষের মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই।" বোঝা যাচ্ছে, তিনি নিজের পছন্দ মতো পোশাক পরতেই বেশি স্বচ্ছন্দ্যবোধ করেন। উরফির মতে, সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজ পছন্দ হলেও লোকেরা নানা মন্তব্য করেন। এমনকী অনন্যা পান্ডে (Ananya Panday) বা জাহ্নবী কাপুরকেও (Janhvi Kapoor) যখন মানুষ ট্রোল করতে ছাড়ে না তখন তাঁকে নিয়েও করবেন এটাই উরফির কাছে স্বাভাবিক!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed Trolled: পোশাক 'সস্তা'! রিহানার মেট গালা লুক ‘রিক্রিয়েট’ করে ফের ট্রোলড উরফি জাভেদ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল