তিনি (Urfi Javed-Kashmera Shah) ইনস্টাগ্রামে লিখলেন, "এসব কী ধরণের পোশাক? এরকম পোশাক পরে কেউ বাড়ির বাইরে যায় কী করে? বলিউডের বদনাম হয়ে যাচ্ছে।" ঠিক এই পোস্টের তলাতেই অভিনেত্রী পরিচালক কাশ্মীরা শাহ লেখেন, "উরফি কে? কী কাজ করেছে? ওর কাজের সংখ্যা তো জিরো। আমাদের অনেক কাজ আছে। একে নিয়ে মাথা ব্যথা করার মানে হয় না। একেবারেই ফালতু বিষয়।"
advertisement
ব্যস যাবে কোথায়। এই কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন উরফি জাভেদ (Urfi Javed-Kashmera Shah) । তাঁকে ফের অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় পেয়ে গেলেন পাপারাৎজিরা। প্রশ্ন করা হল, কাশ্মীরা শাহ আপনার নামে বলেছেন কী শুনেছেন? সঙ্গে সঙ্গে রেগে গিয়ে উরফি বললেন, " হ্যাঁ শুনেছি। কিন্তু আমার প্রশ্ন হল উনি কে? বলিউডের কোথাও তো নেই উনি। আরে আমি তো কম করে ইনস্টাগ্রাম স্টার। ও তো সেটাও না। যত সব ফালতু লোকজন।" একে অপরকে নিয়ে এবার বেজায় ঝামেলায় পড়েছেন উরফি-কাশ্মীরা। তবে উরফির কিন্তু সাহস আছে বলতে হবে। বিখ্যাত হবার জন্য যা খুশি তাই করতে পারে। না হলে, সত্যিই কেউ কীভাবে এই রকম পোশাক পরে, রাস্তাঘাটে ঘুরে বেড়ান? কয়েক দিন আগেই শপিং মলে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। তাতেও কিছু এসে যায়নি উরফি জাভেদের।