TRENDING:

উরফির সঙ্গে কী সম্পর্ক জাভেদ আখতারের? এ বার বড়সড় দাবি অভিনেত্রীর

Last Updated:

সম্প্রতি বিমানবন্দরে জাভেদ আখতারের সঙ্গে দেখা হয়ে যায় উরফির। বর্ষীয়ান শিল্পীর সঙ্গে ছবিও তোলেন। জাভেদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আপ্লুত তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উরফি জাভেদ এবং জাভেদ আখতার। দু'জনের নামেই মিল বিস্তর। এক সময়ে অনেকেই মনে করতেন,উরফি হয়তো জাভেদেরই পরিবারের সদস্য। কেউ কেউ আবার এও দাবি করেন যে, ২৫ বছর বয়সি অভিনেত্রী বর্ষীয়ান শিল্পীর নাতনি। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে উরফি জানিয়েছিলেন, নামে মিল থাকলে জাভেদের সঙ্গে তাঁর আদৌ কোনও সম্পর্ক নেই। তবে এ বার তাঁকেই 'দাদু' সম্বোধন করে বসলেন অভিনেত্রী। কেন জানেন?
advertisement

সম্প্রতি বিমানবন্দরে জাভেদ আখতারের সঙ্গে দেখা হয়ে যায় উরফির। বর্ষীয়ান শিল্পীর সঙ্গে ছবিও তোলেন। জাভেদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আপ্লুত তিনি। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ছবি দিয়ে উরফি লেখেন, 'আজ আমার দাদুর সঙ্গে দেখা হল। উনি একজন কিংবদন্তি। সকাল সকাল মানুষ ওঁর সঙ্গে সেলফি তোলার জন্য লাইন দিয়েছিল। উনি কাউকে ফেরাননি। সবার সঙ্গে হাসিমুখে গল্প করেছেন। উনি খুবই আন্তরিক। আমি সত্যিই অবাক।'

advertisement

আরও পড়ুন: বেশরম রং-এর ঘোর বাস্তবেও? দীপিকা জন্মদিন কাটালেন হলুদ বিকিনিতে, কটাক্ষ নায়িকাকে!

আরও পড়ুন: সাফল্যের শীর্ষে তোমাকে দেখতে চাই... জন্মদিনে দীপিকাকে বিশেষ শুভেচ্ছাবার্তা শাহরুখের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দিন কয়েক আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উরফি। জানা যায়, ল্যারিঞ্জাইটিস হয়েছিল তাঁর। স্বরযন্ত্রে সমস্যা দেখা গিয়েছিল। তবে আপাতত ভাল আছেন তিনি। নিত্যনতুন পোশাক পরে অনুরাগীদের তাক লাগাতে ব্যস্ত উরফি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
উরফির সঙ্গে কী সম্পর্ক জাভেদ আখতারের? এ বার বড়সড় দাবি অভিনেত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল