সম্প্রতি বিমানবন্দরে জাভেদ আখতারের সঙ্গে দেখা হয়ে যায় উরফির। বর্ষীয়ান শিল্পীর সঙ্গে ছবিও তোলেন। জাভেদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আপ্লুত তিনি। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ছবি দিয়ে উরফি লেখেন, 'আজ আমার দাদুর সঙ্গে দেখা হল। উনি একজন কিংবদন্তি। সকাল সকাল মানুষ ওঁর সঙ্গে সেলফি তোলার জন্য লাইন দিয়েছিল। উনি কাউকে ফেরাননি। সবার সঙ্গে হাসিমুখে গল্প করেছেন। উনি খুবই আন্তরিক। আমি সত্যিই অবাক।'
advertisement
আরও পড়ুন: বেশরম রং-এর ঘোর বাস্তবেও? দীপিকা জন্মদিন কাটালেন হলুদ বিকিনিতে, কটাক্ষ নায়িকাকে!
আরও পড়ুন: সাফল্যের শীর্ষে তোমাকে দেখতে চাই... জন্মদিনে দীপিকাকে বিশেষ শুভেচ্ছাবার্তা শাহরুখের
দিন কয়েক আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উরফি। জানা যায়, ল্যারিঞ্জাইটিস হয়েছিল তাঁর। স্বরযন্ত্রে সমস্যা দেখা গিয়েছিল। তবে আপাতত ভাল আছেন তিনি। নিত্যনতুন পোশাক পরে অনুরাগীদের তাক লাগাতে ব্যস্ত উরফি।