উরফির অভিযোগ, তিনি যখন স্কুলছাত্রী, তখন তাঁর ছবি কিছু ছেলে শেয়ার করেছিল অ্যাডাল্ট ওয়েবসাইটে ৷ আত্মীয় পরিজনদের নজরে পড়ে যায় সেই ঘটনা ৷ কিন্তু মেয়ের পাশে দাঁড়ানোর বদলে তাঁর বাবা অকথ্য ভাষায় আক্রমণ করেছিলেন ৷ এমনকি, মারধরও করেছিলেন মেয়েকে ৷ দু বছর ধরে তাঁর উপর চলেছিল শারীরিক ও মানসিক অত্যাচার ৷ অভিযোগ, পরিজনরা অশ্লীল ইঙ্গিত করেছিলেন তিনি হয়তো প্রাপ্তবয়স্কদের সাইটে ছবি শেয়ার করে কোটি কোটি টাকা উপার্জন করছেন ৷
advertisement
তাঁদের বাড়িতে মেয়েদের কথা বলার অধিকার ছিল না ৷ এর আগে এক সাক্ষাৎকারে উরফি বলেছিলেন এই অত্যাচার থেকে বাঁচতে তিনি এবং তাঁর দুই ভাই-বোন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ৷ এক সপ্তাহ কাটিয়েছিলেন দিল্লির এক পার্কে ৷ তবে সৌভাগ্যক্রমে তাঁরা কাজ পান এক কলসেন্টারে ৷
এর পরই তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেন ৷ মা ও অন্য ভাইবোনদের দায়িত্ব এসে পড়ে উরভির উপর ৷ তবে তিনি মনে করেন বাবার দ্বিতীয় বিয়ে তাঁদের কাছে ছিল অভিশাপের ছলে আসলে আশীর্বাদ ৷ কারণ এর ফলে অর্থনৈতিক ভরণপোষণ যেমন হারাতে হয়েছিল, তেমনই মুক্তি পান বাবার অত্যাচার থেকেও ৷
‘বড়ে ভইয়া কি দুলহনিয়া’, ‘কসৌটি জিন্দগী কে ২’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ৷ প্রসঙ্গত তিনিই প্রথম প্রতিযোগী যিনি বিগ বস ওটিটি থেকে বাদ পড়েছেন ৷