সম্প্রতি অদ্ভুত এক পোশাক পরে প্রকাশ্যে এসে চমকে দিলেন ফ্যাশনিস্তা৷ পা থেকে গলা পর্যন্ত ঢাকা পোশাকে উরফিকে দেখে সকলে যেমন অবাক হয়েছেন, তার চেয়েও বেশি আশ্চর্য হয়েছেন তার পোশাকের ডিজাইন দেখে৷ পোশাকের দুধারে লাগানো রয়েছে ধারালো তার৷ সেই তার দিয়ে আটকানো রয়েছে পুরো পোশাকটি৷ এই পোশাক পরে থাকার কিছুক্ষণ পরেই একটি ছবি পোস্ট করেছেন উরফি, যা দেখেই চমকে গেছেন ভক্তরা৷ দেখে নিন ভিডিওটি,
advertisement
আরও পড়ুন-অন্তঃসত্ত্বা নাকি ভিকির সঙ্গে দূরত্ব! কেন নিজেকে আড়ালে রেখেছেন ক্যাটরিনা, আসল কারণ চমকে দেবে
আরও পড়ুন-বলি নায়িকাদের কড়া টেক্কা! কালো ওয়ান শোল্ডার গাউনে দ্যুতি ছড়ালেন ইশা, ছবি দেখেছেন
পোশাকে লাগানো ধারালো তারে চামড়ার হাল খারাপ হয়েছ উরফির৷ স্টাইল স্টেটমেন্টে নজির গড়তে গিয়ে আহত হয়েছেন ফ্যাশন কুইন৷ ছবি পোস্ট করে উরফি লেখেন, এই তারের জন্য আমার চামড়ার উপরে কী প্রভাব পড়েছে, তা দেখাই যাচ্ছে৷ তবে সবটা মেনে নিয়েছি, কারণ এই পোশাকে আমাকে অসাধারণ দেখাচ্ছিল৷ ফ্যাশনের জন্য ঠিক কতটা কষ্ট করতে রাজি তিনি, তা ফের প্রমাণ করে দিলেন ফ্যাশনিস্তা ৷সম্প্রতি, উরফি জাভেদ টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সিজনে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও খতরো কে খিলাড়ির আসন্ন সিজনের জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে উরফি অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে৷