TRENDING:

Urfi Javed: সারা শরীরে তারের বেড়াজাল, এ কী হাল হয়েছে উরফির, দেখে শিউরে উঠলেন ভক্তরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: উরফি জাভেদকে নিয়ে চর্চা চলছে জোরকদমে৷ বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা তিনি৷ পুরো অ্যাটেনশানটাই পোশাক নিয়ে৷ তারকা হয়ে ওঠার পিছনে রয়েছে একাধিক পোশাক বিতর্ক৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ কোনওকিছুই বাদ দিতে চান না তিনি৷ তারের তৈরি পোশাকে সকলের নজর কাড়লেন উরফি৷ যা দেখে বিতর্ক তো দূর বরং চোখ কপালে উঠেছে ভক্তদের৷
advertisement

সম্প্রতি অদ্ভুত এক পোশাক পরে প্রকাশ্যে এসে চমকে দিলেন ফ্যাশনিস্তা৷ পা থেকে গলা পর্যন্ত ঢাকা পোশাকে উরফিকে দেখে সকলে যেমন অবাক হয়েছেন, তার চেয়েও বেশি আশ্চর্য হয়েছেন তার পোশাকের ডিজাইন দেখে৷ পোশাকের দুধারে লাগানো রয়েছে ধারালো তার৷ সেই তার দিয়ে আটকানো রয়েছে পুরো পোশাকটি৷ এই পোশাক পরে থাকার কিছুক্ষণ পরেই একটি ছবি পোস্ট করেছেন উরফি, যা দেখেই চমকে গেছেন ভক্তরা৷ দেখে নিন ভিডিওটি,

advertisement

আরও পড়ুন-অন্তঃসত্ত্বা নাকি ভিকির সঙ্গে দূরত্ব! কেন নিজেকে আড়ালে রেখেছেন ক্যাটরিনা, আসল কারণ চমকে দেবে

আরও পড়ুন-বলি নায়িকাদের কড়া টেক্কা! কালো ওয়ান শোল্ডার গাউনে দ্যুতি ছড়ালেন ইশা, ছবি দেখেছেন

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

পোশাকে লাগানো ধারালো তারে চামড়ার হাল খারাপ হয়েছ উরফির৷ স্টাইল স্টেটমেন্টে নজির গড়তে গিয়ে আহত হয়েছেন ফ্যাশন কুইন৷ ছবি পোস্ট করে উরফি লেখেন, এই তারের জন্য আমার চামড়ার উপরে কী প্রভাব পড়েছে, তা দেখাই যাচ্ছে৷ তবে সবটা মেনে নিয়েছি, কারণ এই পোশাকে আমাকে অসাধারণ দেখাচ্ছিল৷ ফ্যাশনের জন্য ঠিক কতটা কষ্ট করতে রাজি তিনি, তা ফের প্রমাণ করে দিলেন ফ্যাশনিস্তা ৷সম্প্রতি, উরফি জাভেদ টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সিজনে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও খতরো কে খিলাড়ির আসন্ন সিজনের জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে উরফি অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: সারা শরীরে তারের বেড়াজাল, এ কী হাল হয়েছে উরফির, দেখে শিউরে উঠলেন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল