Met Gala 2023: বলি নায়িকাদের কড়া টেক্কা! কালো ওয়ান শোল্ডার গাউনে দ্যুতি ছড়ালেন ইশা, ছবি দেখেছেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Met Gala 2023: মেট গালা-র অনুষ্ঠানে ডিজাইনার আউটফিটে ফ্যাশন স্টেটমেন্টে নজির গড়েছেন মুকেশ কন্যা ইশা আম্বানি৷ ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা কালো গাউনে দ্যুতি ছড়িয়েছেন ইশা৷
বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা মানেই গ্ল্যামার ও ফ্যাশনের চমক৷ চলতি বছর মেট গালার থিম ছিল কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ডের নামে। প্রতিবছরই এই ইভেন্টে নিজেদের বেস্ট আউটফিটে নজর কাড়েন তারকারা৷ ভারত থেকে বিভিন্ন তারকারা অংশ নেন এই ইভেন্টে৷ চলতি বছরে মেট গালা-র অনুষ্ঠানে কালো রঙের ওয়ান শোল্ডার শাড়ি গাউন পরে হাজির হয়েছিলেন ইশা আম্বানি৷
advertisement
বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা মানেই গ্ল্যামার ও ফ্যাশনের চমক৷ চলতি বছর মেট গালার থিম ছিল কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ডের নামে। প্রতিবছরই এই ইভেন্টে নিজেদের বেস্ট আউটফিটে নজর কাড়েন তারকারা৷ ভারত থেকে বিভিন্ন তারকারা অংশ নেন এই ইভেন্টে৷ চলতি বছরে মেট গালা-র অনুষ্ঠানে কালো রঙের ওয়ান শোল্ডার শাড়ি গাউন পরে হাজির হয়েছিলেন ইশা আম্বানি৷
advertisement
advertisement
advertisement