উরফির এই ভিডিও নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়৷ ঘড়ি, সেফটিপিন, ফুল, ক্লিপ সবকিছু দিয়েই পোশাক বানিয়ে চমকে দিয়েছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ৷ এবার চুল দিয়ে উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দিয়েছেন উরফি৷ প্রত্যেকদিন নয়া নয়া পোশাকে ভক্তদের পাগল করে দিচ্ছেন ফ্যাশনিস্তা৷ এবার তিনি আরও সাহসী৷ উরফির এই লুক নেটিজেনদের অনেকেই পছন্দ করেন নি । কেউ কেউ আবার তার সৃজনশীলতার জন্য প্রশংসা করছেন৷ একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা৷
advertisement
আরও পড়ুন-লোভে পড়ে টাকা দিয়ে পুরস্কার কিনেছিলেন ঋষি? ফাঁদে পড়েন অমিতাভ? তোলপাড় বলিউড
আরও পড়ুন-জন্মদিনে স্ত্রী অনুষ্কার সম্পর্কে এ কোন গোপন কথা ফাঁস করলেন বিরাট, আদুরে বার্তা ভাইরাল
নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি। বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। উরফি জাভেদের বায়নাক্কা কোনওভাবেই যেন থামার নয়৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ কোনওকিছুই বাদ দিতে চান না তিনি৷ সম্প্রতি, উরফি জাভেদ টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সিজনে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও খতরো কে খিলাড়ির আসন্ন সিজনের জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে উরফি অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে৷