TRENDING:

Saibal Bhattacharya suicide attempt: নাতনি হয়েছে মার্চে, ভালই তো ছিলেন, শৈবালের আত্মহত্যার চেষ্টায় বললেন উড়ন তুবড়ি

Last Updated:

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তিনি অবসাদে ভুগছিলেন। হাতে কাজ থাকলেও সেই অবসাদের জেরেই সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রক্তাক্ত অবস্থায় একটি ভিডিও করেন সময়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চপার দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা অভিনেতা শৈবাল ভট্টাচার্যের। মঙ্গলবার সকাল থেকে তোলপাড় বাংলা ইন্ডাস্ট্রি। পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগীর পর আরও এক অভিনয় এবং গ্ল্যামার দুনিয়ার মানুষ নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করলেন। যদিও তাঁকে বাঁচাতে পেরেছেন চিত্তরঞ্জন হাসপাতালের চিকিৎসকরা।
advertisement

শৈবাল ছোট পর্দায় একাধিক কাজ করেছেন। 'ওম নমঃ শিবায়', 'কড়িখেলা', 'উড়ন তুবড়ি'-র মতো বিভিন্ন ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে।

'উড়ন তুবড়ি'-র নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়কে যোগাযোগ করা হয় নিউজ18 বাংলার তরফে। সোহিনী জানালেন, ধারাবাহিকের একদম শুরুর দিকে তিনি কাজ করেছেন কয়েক মাস। যত দিন তাঁর সঙ্গে দেখা হয়েছে, বেশ আনন্দেই ছিলেন বলে মনে হয়েছে। হাসিমুখেই থাকতেন তিনি। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন, তাঁরাও কেউ উত্তরের কুলকিনারা খুঁজে পাচ্ছেন না।

advertisement

আরও পড়ুন: ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা! হাসপাতালে ভর্তি অভিনেতা শৈবাল ভট্টাচার্য

সোহিনী বললেন, "মনে আছে মার্চ বা এপ্রিল মাসে সেটে গিয়ে দেখি তিনি সবাইক্র মিষ্টি খাওয়াচ্ছেন। জিজ্ঞাসা করে জানলাম শৈবালদার নাতনি হয়েছে। মেয়ের মেয়ে। খুব আনন্দে ছিলেন। ব্যক্তিগত জীবন বা কাজের জন্য আবসাদ জন্মেছে কিনা সেই সম্পর্কে কোনিও ধারণা নেই।"

advertisement

সোহিনী জানালেন, তিনি সুস্থ হয়ে বাটি ফিরেছেন জেনে তাঁরাও শান্তি পেয়েছেন। সকলে মিলে হয়তো দেখাও করতে যাবেন অভিনেতার কসবার বাড়িতে।

আরও পড়ুন: শাড়ি ছেড়ে স্যুইমিং পোশাকে খড়ি-দ্যুতি! চুটিয়ে হানিমুন কাটাচ্ছে গাঁটছড়া টিম! সামনে এল সেই চোখধাঁধানো ভিডিও

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তিনি অবসাদে ভুগছিলেন। হাতে কাজ থাকলেও সেই অবসাদের জেরেই সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রক্তাক্ত অবস্থায় একটি ভিডিও করেন সময়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ট্রেন, ফ্লাইট বুকিং করার দরকার নেই! রামেশ্বরম দর্শন হোক ঘরের কাছে! কোথায় রয়েছে এই সুযোগ?
আরও দেখুন

কসবায় নিজের ফ্ল্যাট থেকেই সেই ভিডিও করেছেন তিনি। কথাবার্তাও ছিল জড়ানো। কোনও ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করেছেন অভিনেতা। আর তার পরেই ক্যামেরার সামনে মদ্যপ এবং আহত অবস্থায় এসে তিনি বেশ কিছু কথা বলেন, "আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম। এর জন্য আমার স্ত্রী, শাশুড়ি...।" তার পরেই ভিডিওটি বন্ধ হয়ে যায়। মত্ত ছিলেন বলে শোনা যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Saibal Bhattacharya suicide attempt: নাতনি হয়েছে মার্চে, ভালই তো ছিলেন, শৈবালের আত্মহত্যার চেষ্টায় বললেন উড়ন তুবড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল