রবিবার ইমপা-তে মিটিং হয়। সেখানে ঠিক হয়েছে, অতনু রায়চৌধুরী আর দেবের প্রযোজনায় ‘প্রজাপতি টু’ আসছে বড়দিনে। তার সঙ্গে মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি সিরিজের নতুন ছবি। এসভিএফ যে দু’টি ছবির প্রযোজনার সঙ্গে জড়িয়ে আছে, তার মধ্যে একটা ছবি মুক্তি পাবে।
advertisement
প্রসেনজিত্ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের নতুন ছবি কিংবা এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাবে। তা আগামী দুই দিনের মধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। উইন্ডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পাওয়ার কথা ছিল বড়দিনে কিন্তু তা পিছিয়ে রিলিজ করবে ২৩ জানুয়ারি। সেই সঙ্গে এই দিনের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী বছর উৎসবের মরশুম এবং বিশেষ দিনগুলিতে কটা ছবি কতগুলো শো পাবে তা নিয়ে নতুন নিয়মবিধি তৈরি হবে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 8:27 PM IST
